বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৩৬ লক্ষ ৯১ হাজার ১৬৭ জন। মৃত্যু হয়েছে ৬৫ হাজার ২৮৮ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৬৫,৭২১ জন। মোট মৃত্যু হয়েছে ৩,২৮৩ জনের। জেনে নিন করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১০.৩৮: অরুণাচল প্রদেশে নতুন করে ১০০ জন কোভিড আক্রান্ত, মোট করোনা পজিটিভ ৪২১২। মৃত্যু হয়েছে ৭ জনের।
100 new #COVID19 cases & 94 recoveries detected in Arunachal Pradesh today, taking the total number of cases to 4,212. The death toll stands at 7 in the state: Directorate of Health Services, Arunachal Pradesh pic.twitter.com/t4f5n4OwXx
— ANI (@ANI) September 1, 2020
রাত ১০: করোনা পরিস্থিতির কারণে এবছর দুর্গাপুরের কারখানাগুলিতে বাতিল বড় করে বিশ্বকর্মা পুজো। নিয়ম মেনে ছোট করে হবে স্থপতিদেবের আরাধনা।
রাত ৯.৪২:রাজস্থানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৪৭০, মৃত্যু হয়েছে ১৩ জনের।
1,470 new #COVID19 cases, 1,312 recovered cases & 13 deaths reported in Rajasthan in the last 24 hours. Total number of positive cases in the state rises to 83,163 including 13,970 active cases, 68,124 recovered cases & 1,069 deaths so far: State Health Department, Rajasthan pic.twitter.com/NQq4AkGG8a
— ANI (@ANI) September 1, 2020
রাত ৯.৩০: JEE ও NEET পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিহারে সাতটি বিশেষ ট্রেন চলবে।
Seven intra-state inter-city express special trains to be run in Bihar from 4th Sept to 15th Sept, to facilitate the transport of JEE, NEET and NDA aspirants: East Central Railway, Hajipur pic.twitter.com/bPzGNey7YU
— ANI (@ANI) September 1, 2020
রাত ৯.০০: মহারাষ্ট্রে বেলাগাম সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ হাজারেরও বেশি।
Maharashtra’s #COVID19 case tally rises to 8,08,306 with 15,765 fresh cases reported today.
The numbers of active and recovered cases in the state are now 1,98,523 and 5,84,537, respectively. Recovery rate in the state is 72.32%. Death toll 24,903: State Government pic.twitter.com/sqbdDlwhOx
— ANI (@ANI) September 1, 2020
রাত ৮.৩০: পাঞ্জাবে একদিনে করোনা আক্রান্ত ১৫২২ জন।
1,522 fresh positive cases reported in Punjab today. The total number of positive cases in the state is now 55,508 including 15,849 active cases, 38,147 discharged patients and 1,512 deaths: Government of Punjab pic.twitter.com/x88z5v4nN8
— ANI (@ANI) September 1, 2020
রাত ৮.১৫: একদিনে বাংলায় করোনা আক্রান্ত ২৯৪৩ জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের।
2,943 new #COVID19 cases, 3,346 discharges & 55 deaths reported in West Bengal today. Total number of COVID cases stands at 1,65,721 in the state, including 24,822 active cases, 1,37,616 discharges & 3,283 deaths so far: State Health Department pic.twitter.com/vVaNQn7G7X
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৭.৫৯: গুজরাটে একদিনে করোনা আক্রান্ত ১৩০১ জন।
1,310 new #COVID19 positive cases and 14 deaths reported in Gujarat, in the last 24 hours. State tally raises to 97,745 including 15,796 active cases, 78,913 cured/discharged cases and 3,036 deaths: State Health Department
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৭.৫৪: হরিয়ানায়ায় একদিনে করোনা আক্রান্ত ১৬৯৪ জন।
1694 new cases and 17 deaths reported in Haryana today. Total number of cases now at 66426 including 53835 recoveries, 11885 active cases and 706 deaths: State Health Department pic.twitter.com/TsnB3DioGN
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৭.৪৫: উত্তরাখণ্ডে একদিনে করোনা আক্রান্ত ৫৭১ জন।
Uttarakhand reports 571 new #COVID19 cases taking the total number of cases to 20398 including 6042 active cases and 280 deaths. pic.twitter.com/Uw7R8yg5e3
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৭.২৫: সেপ্টেম্বরের শেষেই হরিয়ানার বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষা নেওয়া হবে।
Examinations of last year students of all universities & colleges in Haryana will be conducted by the end of September. Results will be declared before October 31, 2020: Haryana Chief Minister’s Office (CMO)
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৭.১৫: কর্ণাটকে একদিনে করোনা আক্রান্ত ৯ হাজার ৫৮ জন।
9058 new #COVID19 positive cases, 5159 discharges and 135 deaths reported in Karnataka today. Total number of cases now at 351481 including 254626 discharges, 90999 active cases and 5837 deaths: State Health Department pic.twitter.com/eRhud5TccM
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৭.১০: দিল্লি,মুম্বই-সহ ছয় শহরে বিমান যাতায়াত শুরু হল। এদিন পুরোনো ভিড়ের পরিচিত ছবি ফিরে এল দমদমে। বাড়ল বিমান চলাচলের সংখ্যাও।
সন্ধে ৭.০০: ফের দিল্লিতে একদিনে করোনা আক্রান্ত দুহাজারের বেশি।
Delhi reports 2312 new #COVID19 cases, 1050 discharges and 18 deaths today. Total number of cases now at 177060 including 156728 recovered/discharged/migrated cases, 15870 active cases and 4462 deaths. pic.twitter.com/zOOp13iF1V
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৬.৫০: ৮ সেপ্টেম্বর থেকে কলকাতায় চালু হচ্ছে মেট্রো চলবে। সকাল ৮টা থেকে রাত আটটা অবধি মিলবে মেট্রো। রাজ্যের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন মেট্রো কর্তারা।
As per MHA’s #UNLOCK4 guidelines, Metro Rails are allowed to operate across India from 7 Sept. Today, we had a discussion with CEOs of Metro Companies across the country on SOP. SOPs will be finalised & shared soon: Secretary, Ministry of Housing & Urban Affairs,. pic.twitter.com/kbd4DN2dAL
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৬.৪৬: নিউ নর্মালে রেল চত্বর ব্যবহারের পদ্ধতি আমূল বদলে যাচ্ছে। প্রবেশ ও বাইরে যাওয়ার পরিসর ব্যবহারেও দূরত্ব বজায় রাখতে ব্যবহার হবে চলমান সিঁড়ি) ও লিফট।
সন্ধে ৬.৩৯: বিকেল থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হলো তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। ফলে এ দিন থেকে মাকে সামনে থেকে দর্শন এবং স্পর্শ করার সুযোগ পেয়েছে ভক্তরা। তবে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া হল তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে।
সন্ধে ৬.২১: জম্মু ও কাশ্মীরে একদিনে করোনা আক্রান্ত ৫২৫ জন।
525 new #COVID19 cases reported in Jammu and Kashmir today; 241 from Jammu division and 284 from Kashmir division. Total number of cases now at 38,223 including 8,022 active cases, 29,484 recoveries and 717 deaths: Govt of Jammu and Kashmir pic.twitter.com/u6PmVVbtzM
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৬.১৩: তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫ হাজার ৯২৮ জন।
5,928 new #COVID19 cases, 6,031 discharges and 96 deaths reported in Tamil Nadu today. Total number of cases now at 4,33,969 including 52,379 active cases, 3,74,172 discharges and 7,418 deaths: State Health Department pic.twitter.com/ZwrIUyehaT
— ANI (@ANI) September 1, 2020
সন্ধে ৬.০৭: গত ২৪ ঘণ্টায় কেরলে একদিনে করোনা আক্রান্ত ১১৪০ জন।
Kerala recorded 1,140 new COVID-19 cases in the last 24 hours, taking active cases to 22,512 and recoveries to 53,653: Chief Minister Pinarayi Vijayan pic.twitter.com/6OTJbRMtmQ
— ANI (@ANI) September 1, 2020
বিকেল ৪.৫৫: ছন্দে ফিরছে গোয়া। পানাজিতে খুলছে রেঁস্তরাঁ, বার।
Goa: Restaurants & bars reopen in Panaji after state govt allows restaurants & bars to operate from today as part of #UNLOCK4.
President Goa Hotel & Restaurant Associations says,“It’s a welcome gesture by govt. By Nov/Dec,we hope we’ll have some sizeable tourism business in Goa” pic.twitter.com/GxpwJMNoSz
— ANI (@ANI) September 1, 2020
বিকেল ৪.৪৪: কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পা করোনা আক্রান্ত।
KS Eshwarappa, Karnataka Rural Development and Panchayat Raj Minister tests positive for #COVID19. (File pic) pic.twitter.com/abfdgR1bWq
— ANI (@ANI) September 1, 2020
বিকেল ৪.১৫: চেন্নাইয়ে চালু হল বাস পরিষেবা।
Tamil Nadu: Metropolitan Transport Corporation (MTC) bus services restored in Chennai, after state government relaxed lockdown restrictions pic.twitter.com/Ku6O67mLzT
— ANI (@ANI) September 1, 2020
বিকেল ৪.১০: নাগাল্যান্ডে করোনা আক্রান্ত আরও ৫৩ জন।
Out of 674 results received, 53 positive cases of #COVID19 have been confirmed: S Pangnyu Phom, Nagaland Health Minister
— ANI (@ANI) September 1, 2020
বিকেল ৪:০০: NEET ও JEE পরীক্ষার্থীদের সুবিধার জন্য মুম্বইতে ৪৬টি বিশেষ ট্রেন চলবে।
Western Railways (WR) will run 46 additional special suburban services in #Mumbai from 1st to 6th September, for the convenience of JEE & NEET aspirants: PRO, Western Railway
— ANI (@ANI) September 1, 2020
দুপুর ৩.০০: মহামারী আবহে আরও ট্রেন চালানো পরিকল্পনা করছে ভারতীয় রেল। এনিয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলবে সংশ্লিষ্ট মন্ত্রক।
More special trains are being planned, state governments are being consulted: Ministry of Railway. pic.twitter.com/pXPVwobdLT
— ANI (@ANI) September 1, 2020
দুপুর ১.৫৬: হংকংয়ে দ্বিতীয়বার করোনার দাপট। ঝুঁকি এড়াতে গণহারে পরীক্ষা শুরু করল প্রশাসন।
দুপুর ১.৩৭: ধাক্কা কাটিয়ে করোনার আঁতুড়ঘর চিনের ইউহানে আজ থেকে স্কুলমুখী পড়ুয়ারা। দূরত্ববিধি মেনে পুরোদমে চালু হচ্ছে ক্লাস।
দুপুর ১. ০০: হিমাচল প্রদেশে নতুন করে সংক্রমিত ৩৭ জন।
দুপুর ১২. ২০: করোনা আক্রান্ত মুর্শিদাবাদের জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। উপসর্গহীন তিনি। করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পরই সদ্য তাঁর সংস্পর্শে আসা প্রত্যককে টেস্ট করানোর পরামর্শ দিয়েছেন সাংসদ।
সকাল ১১. ৩৩: তেলেঙ্গানায় নতুন করে সংক্রমিত ২, ৭৩৪ জন।
2,734 new #COVID19 cases, 2,325 recoveries & 9 deaths reported in Telangana on 31st August, taking the total number of cases to 1,27,697 in the state.
Total number of cases includes 31,699 active cases, 95,162 recoveries & 836 deaths so far: State Health Department, Telangana pic.twitter.com/uXj9JdaKwG— ANI (@ANI) September 1, 2020
সকাল ১০. ৫৪: ওড়িশায় নতুন করে আক্রান্ত ৩, ০২৫ জন। মৃত্যু ১১ জনের।
3,025 new #COVID19 cases, 4,053 recoveries and 11 deaths reported in Odisha on 31st Aug. Total number of cases now at 1,06,561 including 28,719 active cases, 77,286 recovered cases and 503 deaths: State Health Department, Odisha
— ANI (@ANI) September 1, 2020
সকাল ১০. ৪৫: ২৪ ঘণ্টায় রাজস্থানে নতুন করে আক্রান্ত ৬৭০ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। সুস্থ হয়েছেন ১১৭ জন।
670 new #COVID19 cases, 117 recovered cases & 6 deaths reported in Rajasthan in the last 24 hours. Total number of positive cases in the state rises to 82,363 including 14,372
active cases, 66,929 recovered cases & 1,062 deaths so far: State Health Department, Rajasthan pic.twitter.com/hAGOSRwEqY— ANI (@ANI) September 1, 2020
সকাল ৯. ৪২: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত ৬৯, ৯২১ জন। মৃত্যু হয়েছে ৮১৯ জনের।
Single-day spike of 69,921 new positive cases & 819 deaths reported in India, in the last 24 hours.#COVID19 case tally in the country stands at 36,91,167 including 7,85,996 active cases, 28,39,883 cured/discharged/migrated & 65,288 deaths: Health Ministry pic.twitter.com/uQYh0ViARW
— ANI (@ANI) September 1, 2020
সকাল ৯.০০: সামাজিক দূরত্ব মেনে ঝাড়খণ্ডের পরীক্ষাকেন্দ্রে ঢোকানো হয় পরীক্ষার্থীদের।
সকাল ৮. ৩০: রাজ্য সরকারের নির্দেশ মেনে JEE Main পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করেছে ওড়িশার জাজপুর (Jajpur) জেলা প্রশাসন।
Odisha: As per directions of State government, Jajpur district administration has provided travel facilities for students appearing in #JEEMain to help them reach their exam centres. A student, Manas from Dharmasala block says,”It’s good for our future that exams are being held.” pic.twitter.com/VpJCM2RqGy
— ANI (@ANI) September 1, 2020
সকাল ৮.২০: স্বাভাবিক ছন্দে ফিরছে ইউহান, আজ থেকে খুলছে স্কুল।
সকাল ৮.০০: বিতর্ক, বিরোধিতার মাঝেই আজ, মঙ্গলবার থেকে সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে JEE Main। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তের পরীক্ষার্থীরা পৌঁছে গিয়েছেন পরীক্ষাকেন্দ্রে। সেখানে নিয়ম মেনে সকল পরীক্ষার্থীদের তাপমাত্রা মাপা হচ্ছে।
Gorakhpur: Candidates writing #JEEMain arrive at an examination centre in Nausar. Announcements being made for them to maintain social distancing and other measures in the wake of #COVID19. pic.twitter.com/nzAauz1gAN
— ANI UP (@ANINewsUP) September 1, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.