সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুখ্যাত দুষ্কৃতী লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের একের পর এক কীর্তি ঘুম ছুটিয়েছে প্রশাসনের। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো প্রকাশ্যে এল বিষ্ণোই গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বী বামবিহা গ্যাং। সম্প্রতি এই গ্যাংয়ের ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দিল্লির এক ব্যবসায়ীর বাড়িতে এলোপাথাড়ি গুলি ছুড়ছে এই গ্রুপের দুই দুষ্কৃতী। অভিযোগ ১৫ কোটি টাকার দাবিতে ওই ব্যবসায়ীকে হুমকি দিয়েছে বামবিহা গ্যাং। যার জেরেই এই হামলা।
সম্প্রতি এক সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, দিল্লির বাসিন্দা ওই ব্যবসায়ীর বাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে হাজির হয়েছে ২ জন। তাদের মধ্যে একজন একটি চিরকুট ফেলে দেয় বাড়ির ভিতর। এর পর ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে অন্তত ৮ রাউন্ড গুলি ছোড়ে তারা। বাইকে বসে থাকা এর এক দুষ্কৃতী নিজের মোবাইলে গোটা ঘটনা রেকর্ড করে। জানা গিয়েছে, যে চিরকুট বাড়ির ভিতর ফেলা হয় সেখান লেখা ‘বামবিহা গ্যাং’ ও একটি বিদেশি ফোন নম্বর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ অক্টোবর রাত সাড়ে ৮টা নাগাদ উত্তর-পশ্চিম দিল্লির রানিবাগ এলাকায় এই হামলা চালানো হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই গ্যাংয়ের মূল মাথা কৌশল চৌধুরী। যিনি বর্তমানে গুরুগ্রাম জেলবন্দি। শুধু তাই নয়, এই ব্যক্তি লরেন্স বিষ্ণোইয়ের হিট লিস্টে রয়েছেন। মনে করা হচ্ছে, অভিযুক্তরা এই হামলার ভিডিও তুলে তা আমেরিকার নিবাসী গ্যাংস্টার পবন শোকিনের কাছে পাঠানো হয়েছে। এই হামলা চলেছে পবনের নির্দেশে।
এদিকে হামলাকারী দুই দুষ্কৃতীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দুই যুবকের নাম বিলাল আনসারি (২২) ও সুহেব (২১)। অভিযুক্ত দুজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে দেশের একাধিক রাজ্যের পুলিশের মাথাব্যাথার অন্যতম কারণ হয়ে উঠেছে এই দুই গ্যাং। এদের মূল উদ্দেশ্য হল বেছে বেছে ব্যবসায়ীদের টার্গেট করা এবং খুনের হুমকি দিয়ে টাকা আদায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.