Advertisement
Advertisement
নীতি দেব

সব অপপ্রচার, বিপ্লব দেবের পাশে দাঁড়িয়ে ফেসবুকে সরব স্ত্রী নীতি দেব

‘গুজব ছড়ান হচ্ছে’, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী’র৷

Biplab Dev' wife junks rift report, alleges political conspiracy
Published by: Tanujit Das
  • Posted:April 26, 2019 3:50 pm
  • Updated:April 26, 2019 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী বিপ্লব দেবের সঙ্গে তাঁর পারিবারিক কোন্দলের গুজব ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছে একাংশ৷ ফেসবুকে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর স্ত্রী নীতি দেব৷ শুক্রবার ফেসবুকে তিনি লেখেন, ‘‘সস্তার প্রচার পাওয়ার উদ্দেশ্যেই এই ধরনের নোংরা গুজব রটানো হচ্ছে৷ এইভাবেই একাংশ প্রচারের আলোয় আসতে চাইছে৷ কারণ, নাহলে তাঁরা প্রচার পাবে না৷ একজন মহিলা হিসাবে আমি অনুরোধ করব, আমার উপর শ্রদ্ধা থাকলে এবং আমাকে বিশ্বাস করলে, এদের বয়কট করুন৷ আমি ত্রিপুরাবাসীর কাছে অনুরোধ করব, এই গুজবে কান দেবেন না৷’’

[ আরও পড়ুন: ‘মোদি সরকারের অপেক্ষায় দেশ’, জোটসঙ্গী-সহ মনোনয়ন পেশ করে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী]

Advertisement

কেবল ফেসবুকে লেখাই নয়, তার সঙ্গে বেশ কিছু ছবিও পোস্ট করেছেন বিপ্লব দেবের স্ত্রী৷ যেখানে বলা হয়েছে, গার্হস্থ্য হিংসা চালানোর অভিযোগে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে যাচ্ছেন নীতি দেব৷ যদিও ফেসবুকে এই সমস্ত বিষয়কে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন বিপ্লব দেবের স্ত্রী৷ তাঁর দাবি, ‘স্বামীর প্রতি নতুন করে ভালবাসা প্রমাণ করার প্রয়োজন নেই৷’

[ আরও পড়ুন: সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে প্রচারে নারাজ মধ্যপ্রদেশ বিজেপির মুসলিম মুখ ]

ঘটনার সূত্রপাত হয় শুক্রবার৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে কেন্দ্র করে এদিন সকালেই একটি খবর ছড়িয়ে পড়ে৷ শোনা যায়, স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচার চালানোর অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হচ্ছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব৷ গত ১৬ এপ্রিল দিল্লির একটি আদালতে এই বিষয়ে একটি মামলাও দায়ের করেন তিনি৷ শুক্রবারই যার শুনানি হওয়ার কথা রয়েছে৷ মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়৷ ঝড় ওঠে সমালোচনার৷ এরপরই ফেসবুকে বিষয়টি নিয়ে মুখ খোলেন বিপ্লব দেবের স্ত্রী নীতি দেব৷ সমস্ত ব্যাপারটাই গুজব বলে উড়িয়ে দেন তিনি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement