সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর (Tamil Nadu) কুন্নুরে দুর্ঘটনার মুখে পড়ল সেনা চপার। চপারে ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত (Bipin Rawat), তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, তাঁদের পরিবারের কয়েকজন সদস্য এবং ব্রিগেডিয়ার পদমর্যাদার একজন আধিকারিক-সহ কয়েকজন ছিলেন বলে সূত্রের খবর। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। দু’জনকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, ওই চপারে মোট ১৪ জন যাত্রী ছিলেন।
Military chopper crashes in Tamil Nadu. Senior officials were on board. More details awaited. pic.twitter.com/j3jXy66q6k
— ANI (@ANI) December 8, 2021
নীলগিরি পাহাড়ের কাছে ওই চপারটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। বুধবার সুলুরের সেনা ছাউনি থেকে এমআই সিরিজের চপারটি ওয়েলিংটনের সেনাঘাঁটির দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। স্থানীয় সেনা অফিসাররা দ্রুত এলাকায় পৌঁছেছেন। সংবাদ সংস্থা এএনআইকে তাঁরা জানিয়েছেন, স্থানীয়রা দু’টি দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। দু’টি দেহই ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। খাদের মধ্যে কয়েকজনকে পড়ে থাকতে দেখা গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ সেনার।
The local military officers have reached the location and were told that locals have taken two bodies with 80 per cent burns to a local hospital. Few bodies can be seen downhill in the area of the accident. Efforts are on to retrieve the bodies and check identities: Sources
— ANI (@ANI) December 8, 2021
শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে, বিপিন রাওয়াতকে (Bipin Rawat) উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
An IAF Mi-17V5 helicopter, with CDS Gen Bipin Rawat on board, met with an accident today near Coonoor, Tamil Nadu.
An Inquiry has been ordered to ascertain the cause of the accident.— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
#WATCH | Latest visuals from the spot (between Coimbatore and Sulur) where a military chopper crashed in Tamil Nadu. CDS Gen Bipin Rawat, his staff and some family members were in the chopper.
(Video Source: Locals involved in search and rescue operation) pic.twitter.com/YkBVlzsk1J
— ANI (@ANI) December 8, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.