Advertisement
Advertisement

Breaking News

Disaster Management Act

প্রকৃতির রুদ্ররোষে ৭ রাজ্যে মৃত ৩২, সংসদে পেশ বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল

কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে আটকে বহু পর্যটক।

Bill to amend Disaster Management Act table in Parliament amid rain fury
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:August 1, 2024 3:47 pm
  • Updated:August 1, 2024 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের ওয়ানড়ে ভয়ংকর ভূমিধসে মৃতের সংখ্যা প্রায় ৩০০ ছুঁইছুঁই। অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, মুম্বই-সহ একাধিক শহর। কেদারনাথে মেঘভাঙা বৃষ্টিতে আটকে বহু পর্যটক। শিমলাতেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। ওয়ানড়ের ঘটনা বাদ দিলে প্রকৃতির রুদ্ররোষে ৭ রাজ্যে মৃত অন্তত ৩২। এই পরিস্থিতিতে সংসদে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

বৃহস্পতিবার, ওয়ানড় বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০০-র কাছাকাছি। পাশাপাশি রাজধানী দিল্লি, কেদারনাথ ও হিমাচল প্রদেশের একাধিক জায়গায় প্রবল বর্ষণ শুরু হয়েছে। সেখানেও প্রাণহানিও হয়েছে। এই পরিস্থিতিতে লোকসভায় বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করেন এনডিএ সরকারের মন্ত্রী নিত্যানন্দ। বিলটিতে ডিজাস্টার ডেটাবেস তথা বিপর্যয় সংক্রান্ত তথ্যভাণ্ডার তৈরি করার কথা বলা হয়েছে। এর ফলে দুর্যোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস পাওয়া যাবে।

Advertisement

[আরও পড়ুন: কালো রাতে নদীগর্ভে ৮৬ হাজার বর্গ মিটার এলাকা! ভয় ধরানো ওয়ানাড়ের উপগ্রহচিত্র

এছাড়া দিল্লি, মুম্বইয়ের মতো মেগা সিটিগুলোর জন্য পৃথক বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে। নতুন বিলে জাতীয় এবং রাজ্য স্তরে ডেটাবেসে তৈরি করার কথা বলা হয়েছে। বড় বড় শহর ও রাজ্যের রাজধানীগুলোতে বিপর্যয় মোকাবিলার বিশেষ ম্যানেজমেন্ট অথারিটি গঠনের উপরেও জোর দেওয়া হয়েছে। পাশাপাশি এই ডেটাবেসে ত্রাণ তহবিলের জন্য বরাদ্দ ও ব্যয় সংক্রান্ত তথ্য এবং কেন্দ্র দ্বারা নির্ধারিত প্রস্তুতি ও পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে। 

প্রসঙ্গত, বিগত দিনে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে গিয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। সুদূর দক্ষিণ থেকে উত্তরের কেদারনাথে প্রাণ হারিয়েছেন অনেকে। এনিয়ে কেন্দ্রের মোদি সরকার ও বিরোধীদের মধ্য়ে জোর তরজা চলছে। এহেন পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা সংশোধনী বিল পেশ করে সদর্থক বার্তা দিতে চাইছে কেন্দ্রের শাসকদল বলে মনে করছেন বিশ্লেষকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement