সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেন অবিকল কোনও অ্যাকশন ছবির দৃশ্য। দিনে-দুপুরে গুলি চালাতে চালাতে রাস্তা দিয়ে এগিয়ে চলেছে কাপড়ে মাথা, মুখ ঢেকে রাখা বাইক আরোহী বন্দুকবাজদের (Bikers) দল। এমনই শিউরে ওঠা ঘটনার সাক্ষী থাকল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মোরেনা (Morena)। শনিবার বিকেলে লকডাউন (Lockdown) চলাকালীন কী করে রাস্তায় ওই ভাবে দল বেঁধে বেরতে পারল ওই বাইক আরোহীরা তা নিয়েও প্রশ্ন উঠছে। ভাইরাল হয়ে গিয়েছে গুলি চালানোর ভিডিও। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে, গুলিতে এক মহিলার মাথায় চোট লাগার কথা জানা গিয়েছে।
কিন্তু কেন প্রকাশ্যে এভাবে গুলি চালাল বাইক আরোহীরা? জানা যাচ্ছে, এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই শুরু অশান্তি। জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া ওই পোস্টকে কেন্দ্র করেই উত্তপ্ত মোরেনা। একদিন আগেই অন্য এক সম্প্রদায়ের দুর্বৃত্তরা এভাবেই খোলা রাস্তায় গুলি চালিয়েছিল। তারই বদলা নিতে এবার রাস্তায় নেমেছিল ওই বাইক আরোহীরা।
#CoronaCurfew not in Morena! dozens masked riding mobikes openly firing targeting the other caste over a social media post! @GargiRawat @ndtv @ndtvindia pic.twitter.com/B7GG8tXAa1
— Anurag Dwary (@Anurag_Dwary) May 8, 2021
ইতিমধ্যেই কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপারিটেন্ডেন্ট রায়সিং নরওয়ারিয়া। তাঁর কথায়, ‘‘আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছি। যারা যারা এর সঙ্গে যুক্ত, সকলের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। কেউ ছাড় পাবে না।’’
এদিকে গুলিতে আহত মহিলার স্বামী প্রদীপ শর্মা জানিয়েছেন, কীভাবে রাস্তা পেরনোর সময় উন্মত্তের মতো অভিযুক্তদের চালানো গুলির সামনে এসে পড়েন তিনি। প্রদীপ জানাচ্ছেন, ‘‘আমার স্ত্রী ডাক্তার দেখাতে যাচ্ছিল। আচমকাই ও দেখতে পায় মুখঢাকা বন্দুকধারীরা বাইকে করে একেবারে সামনে চলে এসেছে। বেগতিক বুঝে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই গুলি এসে লাগে মাথায়। ওই বন্দুকবাজরা এলোপাথারি গুলি চালাচ্ছিল। ছোট, বড় বহু গাড়িই ঝাঁজরা হয়ে যায় গুলিতে।’’ প্রসঙ্গত, রাজ্যের কোতোয়ালি থানা এলাকার অন্তর্গত বানখান্দি রোড অঞ্চলে রাস্তা পার হওয়ার সময় আহত হন ওই মহিলা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৫ পর্যন্ত ‘জনতা কারফিউ’ চলবে মধ্যপ্রদেশে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়ে দিয়েছেন, করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে হলে এছাড়া উপায় নেই। সেই কারণে রাস্তায় লোকজন খুবই কম ছিল। বেশি লোক থাকলে ওইরকম শ্যুট আউটের ঘটনায় কত বড় বিপদ হতে পারত ভেবে শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.