সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট শিক্ষক মিলে ধর্ষণ করেছিল এক কিশোরীকে। নৃশংস এ ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছিল গোটা দেশ। কিন্তু সেই বিকানের ধর্ষণকাণ্ডই এবার চাঞ্চল্যকর মোড় নিল। জানা যাচ্ছে, শিক্ষকদের উপর বদলা নিতে মেয়ের ধর্ষণের ‘নাটক’ ফেঁদেছিলেন ওই কিশোরীর বাবা।
[ উত্তরপ্রদেশে বিপুল জয়ের শুভেচ্ছা, মোদিকে ফোন ট্রাম্পের ]
রাজস্থানের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী অনিতা ভদেল জানাচ্ছেন, পুরো ঘটনা নতুন দিকে মোড় নিয়েছে। তদন্তে উঠে আসছে অন্য একটি দিক। যেখানে অভিযোগের তির ঘুরেছে কিশোরীর বাবার দিকেই। এতদিন জানা গিয়েছিল, স্কুলের আট শিক্ষক মিলে ওই কিশোরীকে ধর্ষণ করে। নগ্ন অবস্থায় তার ছবিও তুলে রাখা হয়েছিল। একজন পুরো ঘটনার ভিডিও করে। সে ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে কিশোরী ও তার পরিবারকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ ওঠে। কিন্তু তদন্তে জানা যাচ্ছে, ওই শিক্ষকদের উপর বদলা নিতে মেয়ের ধর্ষণের গল্প বানিয়েছিলেন কিশোরীর বাবাই। এর আগে ওই স্কুলেরই এক শিক্ষক তাঁকে মারধরের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার মধ্যে ছিল কিশোরীর ভাইও। তারপরই বদলা নিতে কিশোরীর বাবা এই পাল্টা অভিযোগ দায়ের করেন। ঘটনাটি বেশ পুরনো। অভিযোগ, ২০১৫ সালের এপ্রিলে এ ঘটনা ঘটে। অথচ অভিযোগ দায়ের করা হয় গত শুক্রবার। তাহলে যেদিন ধর্ষণ হয়েছে, সেদিনই কেন কিশোরী তার পরিবারকে সে কথা জানাল না, সে প্রশ্নও উঠেছে।
Facts have emerged that it was not a rape case, girl has quit school 4-5 years ago: Anita Bhadel, Women & Child Dev min on Bikaner rape case pic.twitter.com/3Zsgdzj6T1
— ANI (@ANI_news) March 27, 2017
যদিও গুরুতর এই অভিযোগের সবদিক খতিয়ে দেখতে কোনও কসুর করা হচ্ছে না। মেডিক্যাল টেস্ট ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত এগিয়ে কে দোষী তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এরই মধ্যে কিশোরীর বাবা জানিয়েছেন, এফআইআর করার সময় তিনি মানসিকভাবে সুস্থর ছিলেন না। এ কথাও জল্পনা বাড়িয়েছে। কিশোরীর মা জানিয়েছিলেন, গণধর্ষণের কারণে ওই কিশোরীর গোপন অঙ্গে একাধিক ক্ষত রয়েছে। মা ও বাবার পরস্পরবিরোধী এই কথাতেই ধন্দ আরও বেড়েছে।
Her father is saying now he had filed wrong FIR under influence of subsatnces:A Bhadel,Women&Child Development minister on Bikaner rape case pic.twitter.com/conDAJscwX
— ANI (@ANI_news) March 27, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.