সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুবান্ধবদের মাঝে বাজি ধরে খাওয়াদাওয়া চলতেই থাকে। কখনও ফুচকা চ্যালেঞ্জ তো কখনও অন্য কোনও খাবার। লক্ষ্য একটাই নিছক আনন্দ উপভোগ। কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়েই ঘটল বিপত্তি। বাজি ধরে মোমো খেতে গিয়ে প্রাণ গেল বছর পঁচিশের যুবকের। পরিবারের দাবি, তাঁর খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। তাই মৃত্যু হয়েছে যুবকের।
মৃত যুবক বিপিন কুমার পাশোয়ান বিহারের গোপালগঞ্জের বাসিন্দা। মোবাইল মেরামতির দোকানে কাজ করতেন তিনি। অন্যান্য দিনের মতো গত বৃহস্পতিবারও কাজ করতে গিয়েছিলেন। বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করেন তিনি। তাঁরা স্থির করেন বাজি ধরে মোমো খাবেন। সেই অনুযায়ী মোমো খাওয়া শুরু করেন সকলে।
বন্ধুবান্ধবদের দাবি, প্রচুর পরিমাণ মোমো খেয়ে ফেলেন বিপিন। আর তারপরই অচৈতন্য হয়ে পড়েন তিনি। অসুস্থ বিপিনকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষার পর জানান বিপিনের মৃত্যু হয়েছে। মৃতের বাবার দাবি, বন্ধুবান্ধবরা খুন করেছে বিপিনকে। মোমোতে তারাই বিষ মেশিয়ে দিয়েছিল বলেই অনুমান তাঁর। ওই যুবকের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। আপাতত ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.