Advertisement
Advertisement

Breaking News

Bihar Murder

ভাইরাল গানে নেচে রিলস বানানো নিয়ে বচসা, স্বামীর গলা টিপে খুন করল স্ত্রী!

অভিযোগ, খুন করতে সাহায্য করেছেন প্রেমিক ও বোনরা।

Bihar woman allegedly kills her husband for stopping her from making reels on viral song। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:January 9, 2024 2:21 pm
  • Updated:January 9, 2024 6:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীর পছন্দ নয় ভাইরাল গানের সঙ্গে নেচে রিলস বানান স্ত্রী। এই নিয়ে বচসা। আর শেষপর্যন্ত সেই বচসার ফল হল মর্মান্তিক। অভিযোগ, দুই বোন ও প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করলেন স্ত্রী। বিহারের (Bihar) বেগুসরাইয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পরিযায়ী শ্রমিক মহেশ্বরকুমার রাইয়ের হত্য়াকাণ্ড ঘিরে।

পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে অভিযুক্ত গৃহবধূ ও তাঁর দুই বোনকে। চলছে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, মহেশ্বরের সঙ্গে রানি কুমারীর বিয়ে হয়েছিল বছর সাতেক আগে। তিনি পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন কলকাতায়। সম্প্রতি তিনি বিহারে এসেছিলেন। তাঁর বাড়ি সমস্তিপুরে। সেখান থেকে রানির বাড়ি বেগুসরাইয়ে আসেন তিনি। আর এর পরই শুরু হয় গোলমাল।

Advertisement

[আরও পড়ুন: আসানসোলে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার RSS কর্মী, থানায় গিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রার]

স্ত্রী ভাইরাল গানে নেচে রিলস বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করছেন দেখে মেজাজ হারান মহেশ্বর। বাধা দেন। এর পরই রানি সিদ্ধান্ত নেন স্বামীকে খুন (Murder) করার। অভিযোগ, গত রবিবার, ৭ জানুয়ারি রাত ৯টা নাগাজ শ্বাসরোধ করে মহেশ্বরকে খুন করেন রানি। তাঁকে নাকি সাহায্য করেন তাঁর দুই বোন ও প্রেমিক। পুলিশ অভিযুক্তদের জেরা করছে। এর পিছনে আরও অন্য কেউ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে তাও।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদির পাশে মহম্মদ শামি, মালদ্বীপ বয়কটের ডাক দিলেন টিম ইন্ডিয়ার পেসার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement