Advertisement
Advertisement

Breaking News

পরীক্ষার ফর্মে উল্লেখ করতে হবে আধার কার্ড নম্বর

প্রভাব পড়বে প্রায় ৫৮ লক্ষ পড়ুয়ার উপর...

Bihar toppers scam: Examination forms to be linked with Aadhar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 5:28 pm
  • Updated:September 4, 2016 5:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষার ফর্মে লিখতে হবে আধার কার্ড নম্বর৷ দেশের মধ্যে প্রথম এই নিয়ম চালু করতে চলেছে বিহার স্কুল এগজ্যামিনেশন বোর্ড বা বিএসইবি৷ পরীক্ষার্থীদের ফর্মের সঙ্গে আধার কার্ড নম্বর যুক্ত হলে একদিকে যেমন জালিয়াতি রোখা যাবে, অন্যদিকে পরীক্ষার্থীর দায়ের করা নথির সত্যতা যাচাইয়েও সুবিধা হবে, বক্তব্য বোর্ড কর্তাদের৷

২০১৭-র নভেম্বরে বোর্ডের কম্পারমেন্টাল পরীক্ষায় প্রথম এই নিয়ম লাগু হবে৷ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার ফর্ম জমা দেওয়ার সময়, পড়ুয়াদের জানাতে হবে তাঁদের আধার কার্ড রয়েছে কি না৷ যাঁদের আধার কার্ড রয়েছে, তাঁদের ফর্মে কার্ড নম্বর উল্লেখ করতে হবে৷ যাঁদের কার্ড নেই, তাঁদের স্পষ্ট করে উল্লেখ করতে হবে কেন তাঁদের কার্ড নেই৷ আধার কার্ড নম্বর না থাকলে দ্রুত তার জন্য আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন বিএসইবি চেয়ারম্যান আনন্দ কিশোর৷ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই-এর ডিজি অজয় ভূষণ পান্ডের সঙ্গে এক বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন বোর্ড চেয়ারম্যান৷ ‘প্রক্সি’ পরীক্ষার্থীদের রুখতেই নজিরবিহীন সিদ্ধান্ত, খবর বোর্ড সূত্রে৷

Advertisement

বোর্ডের নয়া নিয়মের ফলে এখন অবিলম্বে ৫৮ লক্ষ পড়ুয়ার আধার কার্ড নম্বর জরুরি হয়ে পড়ল৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পরীক্ষার ফর্মে আধার নম্বর লেখার জন্য আলাদা জায়গা থাকবে বলে জানিয়েছেন আনন্দ কিশোর৷ অর্থের বিনিময়ে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা শীর্ষ স্থান অধিকার করার ঘটনায় মুখ পুড়েছিল বিহারের৷ ‘টপার্স স্ক্যাম’-এর দায় ঘাড় থেকে ঝেড়ে ফেলতে এবার কড়া হচ্ছে বিহার বোর্ড৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ