Advertisement
Advertisement
Bihar

মদের নেশায় চুর হয়ে টলতে টলতে স্কুলে! বিহারে গ্রেপ্তার প্রিন্সিপাল ও শিক্ষক

মাতাল অবস্থায় গ্রামবাসীদের সঙ্গেও অভব্য আচরণের অভিযোগ দুই শিক্ষকের বিরুদ্ধে।

Bihar: Teacher And Principal Arrested For Coming school in drunken state

অভিযুক্ত দুই শিক্ষক।

Published by: Amit Kumar Das
  • Posted:November 22, 2024 3:20 pm
  • Updated:November 22, 2024 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গায়ের থেকে ভুরভুরিয়ে বের হচ্ছে মদের গন্ধ, টলমল পা। একেবারে মদের নেশায় বেসামাল অবস্থায় কার্যত হামাগুড়ি দিয়ে স্কুলে ঢুকলেন প্রিন্সিপাল ও এক শিক্ষক। স্কুলের প্রিন্সিপালের এমন হাল দেখে স্তম্ভিত পড়ুয়ারাও। বিষয়টি নজরে আসতে মদ্যপ ও দুই শিক্ষককে ঘেরাও করলেন গ্রামবাসীরা। শেষ পর্যন্ত অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বিহারের (Bihar) নালন্দা জেলার গুলনি গ্রামে।

এমনিতে বিহার রাজ্যে মদ পুরোপুরি নিষিদ্ধ। তবে বেআইনি মদের কারবার এখানে মাত্রাছাড়া। গ্রামবাসীদের অভিযোগ, তেমনই নিষিদ্ধ মদ খেয়ে টলতে টলতে স্কুলে ঢুকেছিলেন প্রিন্সিপাল নগেন্দ্র প্রসাদ ও চুক্তিভিত্তিক শিক্ষক সুবোধ কুমার। কেন তাঁরা এভাবে স্কুলে এসেছেন, এই বিষয়ে প্রশ্ন করতেই গ্রামবাসীদের সঙ্গে অভব্য আচরণ শুরু করেন ওই দুই শিক্ষক। এর পর তাঁদের স্কুলে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করে নিয়ে যায়।

Advertisement

এই ঘটনার এক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সোজা হয়ে হাঁটতে পারছেন না ওই দুই শিক্ষক। ওই অবস্থাতেই পুলিশের সঙ্গে তর্ক জুড়েছেন এক শিক্ষক। পুলিশকে তাঁর প্রশ্ন কেন গ্রেপ্তার করা হবে তাঁকে? পুলিশের তরফে জানান হয়েছে, মদ্যপ অবস্থায় স্কুলে আসার অভিযোগে অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, এই ঘটনার কথা জেলা শিক্ষা দফতরে পৌঁছতেই দু’জনকে সাসপেন্ড করা হয়েছে। এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্য বিহারে এমন ঘটনা প্রথমবার নয়, গত অক্টোবর মাসে বিহারের সহর্সা জেলায় স্কুলের ট্রিপে একাধিক শিক্ষকের বিরুদ্ধে মদ খাওয়ার অভিযোগ উঠেছিল। শিক্ষামূলক ভ্রমণে শিক্ষকের এভাবে মদ্যপানের ঘটনা প্রকাশ্যে আসতেই সরব হন অভিভাবকরা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্কুল শিক্ষা দপ্তরের তরফে জবাব তলব করা হয়েছে। এরই মাঝে নতুন করে এই ঘটনায় বিতর্ক আরও বাড়ল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement