সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এরাজ্যে দীর্ঘদিন হল নিয়োগের দাবিতে, নিয়োগ দুর্নীতির অভিযোগ বিক্ষোভ দেখাচ্ছেন টেট পরীক্ষার্থীরা। পুলিশ কখনই তাঁদের উপর এতখানি নির্মম হয়নি। বরং সরকারপক্ষ সহানুভূতির সঙ্গে দাবি বিবেচনার আশ্বাস দিয়েছে। উলটো ছবি দেখা গেল বিহারে। তাঁরা টেট (Teachers’ Eligibility Test) পাস করেছেন। অথচ নিয়োগ দিচ্ছে না সরকার। প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে বেধড়ক মার খেলেন বিহারের (Bihar) একঝাঁক চাকরিপ্রার্থী। পাটনায় (Patna) বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ভিডিও ভাইরাল (Video Viral ) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যার পর নীতীশ সরকারের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা। উল্লেখ্য, মঙ্গলবার বিহার বিধানসভায় শীতকালীন অধিবেশনের প্রথম দিনে রণচণ্ডী হয়ে ওঠে নীতীশের পুলিশ।
চাকরিপ্রার্থীদের দাবি, ক্ষমতায় আসার আগে নীতীশ কুমারের (Nitish Kumar) দল প্রতিশ্রুতি দিয়েছিল ২০ লক্ষ চাকরি দেওয়া হবে। সপ্তম দফায় সরকারি চাকরিতে বড়সড় নিয়োগ করা হবে। এর মধ্যে অন্যতম স্কুলগুলিতে শিক্ষকদের শূন্যপদ। টেট পাস করা চাকরিপ্রার্থীদের দ্রুত নিয়োগ শুরু হবে। যদিও ষষ্ঠ দফার প্রক্রিয়ার পর আট মাস কেটে গেলেও নিয়োগ নিয়ে হেলদোল নেই রাজ্য সরকারের। এই পরিস্থিতিতে টেট (TET) ও সিটিইটি (CTET) পরীক্ষায় পাস করা পাটনার রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। সেখানেই নির্মম ভূমিকা নিতে দেখা গেল পুলিশ বাহিনীকে।
#WATCH | Police lathi-charge aspirants qualified for Bihar Teachers’ Eligibility Test (TET) and Central Teachers’ Eligibility Test (CTET) holding protest against the state government demanding their recruitment, in Patna pic.twitter.com/G5aXGd2om9
— ANI (@ANI) December 13, 2022
সংবাদ সংস্থা এএনআই যে ভিডিও প্রকাশ্যে এনেছে সেখানে দেখা গিয়েছে, বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের তাড়া করে এলোপাথাড়ি লাঠি চালাচ্ছে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বহু চাকরিপ্রার্থী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আইনরক্ষকদের এই ভূমিকার পর নিন্দায় সরব হয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। তাঁদের বক্তব্য, তাঁরা টেট পাস করে বসে আছেন। নিয়োগ চাইছেন। ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো হচ্ছিল। সেখানে নীতীশের পুলিশ নির্মম আচরণ করেছে। চাকরিপ্রার্থীদের উপর লাঠিচার্জের নিন্দা করেছেন নেটিজেনরাও।
এর আগে আগস্ট মাসে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের উপর লাঠি চালানোর অভিযোগ উঠেছিল বিহারে (Bihar) পুলিশের বিরুদ্ধে। সেবারও সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে নির্মম ভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে। এমনকী, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ শুরু হলে তেরঙ্গা সমেত ওই চাকরি প্রার্থীদের উপর বিহার পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ করেছিলেন বিজেপির নেতা অমিত মালব্য। নীতীশ কুমার সরকারের পুলিশ যে শুধু চাকরি প্রার্থীদের মেরে তাঁদের মুখ রক্তাক্ত করেছে তা নয়, তেরঙ্গারও অপমান করেছে বলে অভিযোগ করেন মালব্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.