Advertisement
Advertisement

Breaking News

Bihar

পুলিশকে ট্রাক্টরের চাকায় পিষে মারল বালি মাফিয়া, ‘আগেও ঘটেছে’, বললেন মন্ত্রী

গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

Bihar minister’s shocker after Sub-Inspector crushed to death by tractor | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 14, 2023 7:27 pm
  • Updated:November 14, 2023 7:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে বালি মাফিয়ার দৌরাত্ম্য। অবৈধ বালির কারবার রুখতে গিয়ে খুন হলেন এক পুলিশকর্মী। ওই সাব-ইন্সপেক্টরকে ট্রাক্টরের চাকায় পিষে মারল দুষ্কৃতীরা। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাদের মধ্যে একজন হোমগার্ড বলে জানা গিয়েছে। মাফিয়ার হাতে পুলিশ কর্মীর মৃত্যু নিয়ে যখন শোকের ছায়া, তখন রাজ্যের মন্ত্রীর মন্তব্য, ‘এমন ঘটনা আগেও ঘটেছে।’ মন্ত্রীর মন্তব্যে আগুনে ঘি পড়েছে। শুরু হয়েছে চরম বিতর্ক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সাব-ইন্সপেক্টরের নাম প্রভাত রঞ্জন। জামুই জেলার মাহুলিয়া তান্ড গ্রামে বালি মাফিয়ারা ট্রাক্টরের চাকায় পিষে মারে ওই পুলিশ কর্মীকে। ওই সময় আহত হয়েছেন এক হোমগার্ড-সহ দুজন। আশঙ্কজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল প্রভাতকে। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোলের মধ্যে বেফাঁস মন্তব্য করেন বিহারের শিক্ষামন্ত্রী চন্দ্র শেখর। বালি মাফিয়ার হামলায় পুলিশ কর্মীর মৃত্যুর প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। ঘটতে থাকে। অতীতে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশেও ঘটেছে।” পরে অবশ্য বলেন, “অভিযুক্তের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

 

[আরও পড়ুন: মিজোরাম পুলিশের কাছে আত্মসমর্পণ মায়ানমার সেনার জওয়ানদের!]

পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মূল অভিযুক্ত মিথিলেশ কুমারকে। যদিও ট্রাক্টরের চালক কৃষ্ণা পলাতক। বালি মাফিয়ার হাতে পুলিশ হত্যার ঘটনায় বিরোধীরা দায়ী করেছে নীতীশ কুমার সরকারকে। তাদের দাবি, বিহারে সাম্প্রতিক কালে মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই বালি মাফিয়ারা খুন করে কর্তব্যরত এক কনস্টেবলকে।

 

[আরও পড়ুন: সেমিফাইনালের মুম্বই কালোবাজারির আখড়া! আড়াই লক্ষ টাকায় বিকোচ্ছে ১টি টিকিট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement