সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকাল ভারতীয় সেনার অগ্নিবীর (Agniveer) প্রকল্প নিয়ে তীব্র কটাক্ষ করেন বিহারের (Bihar) সমবায় মন্ত্রী তথা আরজেডি নেতা সুরেন্দ্র প্রসাদ যাদব (Surendra Prasad Yadav)। অগ্নিবীর জওয়ানদের নিয়ে তাঁর মন্তব্য ছিল, ‘বৃহন্নলাদের সেনা’। এই বক্তব্যের তীব্র সমালোচনা শুরু হয় বিহার-সহ গোটা দেশে। তোপ দাগে গেরুয়া শিবির। মন্ত্রীর পদত্যাগ দাবি করে তারা। চাপে পড়ে শনিবার সাফাই দিলেন বিহারের মন্ত্রী। বললেন, “আমি জাতীয়তাবাদী, সেনাকে অপমান করিনি”।
বৃহস্পতিবার বিহারের কাটিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুরেন্দ্র যাদব। সেখানে তিনি বলেন, “ঠিক সাড়ে ৮ বছর পর বৃহন্নলাদের বাহিনী যুক্ত হবে। সেনার লোকজন অবসর নেবেন। অগ্নিবীরদের প্রশিক্ষণ শেষ হবে না। যে অগ্নিবীর প্রকল্প চালুর পরামর্শ দিয়েছিল, তাঁকে ফাঁসিতে ঝোলানো উচিত।” গতকালই সুরেন্দ্রর বিতর্কিত মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়। গেরুয়া শিবিরের পাশাপাশি বিহারের শাসক দলের অন্যতম শরিক জেডিইউ নেতা সুনীল সিং এমন মন্তব্যে আপত্তি তোলেন। সুনীল জানান, তাঁর দল দেশের সেনাবাহিনীকে সম্মান করে। চাপে পড়ে শুক্রবার সাফাই দিলেন মন্ত্রী সুরেন্দ্র যাদব।
এদিন সুরেন্দ্র বলেন, “নরেন্দ্র মোদি আর বিজেপির লেকোরাই কি শুধু হিন্দু? আমরা হিন্দু নই? ভারতে শুধু মোদিজি, আমিত শাহজি আর বিজেপির লোকেরা জাতীয়তাবাদী? ভারতে ৪ বছর মেয়াদে কোনও সরকারি চাকরি আছে? এটা অপমান নয়?” এখানেই না থেমে আরজেডি নেতা আরও বলেন, “আমি একজন জাতীয়তাবাদী। আমার ঠাকুরদা ১৯৬২ সালের যুদ্ধে শহিদ হন। আমি তাঁর নাতি, আমি কেন সেনাবাহিনীকে অপমান করব… আমার পরিবারের অনেকেই এখনও সশস্ত্র বাহিনীতে কর্মরত। অনেকেই শ্রীলঙ্কা ও বাংলাদেশে যুদ্ধ করেছেন।” বিহারের মন্ত্রীর এমন মন্তব্যের পরেও অবশ্য সমালোচনা থামছে না।
প্রসঙ্গত, গত বছর অগ্নিপথ প্রকল্প চালু হয়। এই প্রকল্পে ৪৫ থেকে ৫০ হাজার সেনাকে প্রতিবছর নিয়োগ করা হবে। নিযুক্তরা চার বছর পর চাকরি জীবন থেকে অবসর নেবেন। এদের মধ্যে ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য নিয়োগ করা হবে। প্রকল্প ঘোষণার পরেই দেশজুড়ে তুমুল আন্দোলন শুরু হয়। হিংসাত্বক আন্দোলনের জন্য অনেককে গ্রেপ্তার করা হয়। পুরনো বিতর্ক উসকে দিলেন বিহারের সমবায় মন্ত্রী তথা আরজেডি নেতা সুরেন্দ্র যাদব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.