Advertisement
Advertisement

Breaking News

Bihar

অমতে বিয়ে করেছে ছেলে, রাগে পুত্রবধূকে গুলি করে খুন শ্বশুরের! মৃত আরও ২

অভিযুক্ত বেয়াই ও তাঁর ছেলেকেও গুলি করে খুন করেছেন বলে অভিযোগ।

Bihar man allegedly kills daughter-in-law, her father and brother। Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Biswadip Dey
  • Posted:February 18, 2024 1:09 pm
  • Updated:February 18, 2024 1:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে ছেলেকে অপহরণ করে নিজেদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিল এক পরিবার। বিয়ের দুবছর পর গুলি করে কেবল পুত্রবধূ নয়, ছেলেটির বাবা খুন (Murder) করলেন মেয়েটির বাবা ও দাদাকেও! এমনই অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। বিহারের (Bihar) এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, বিহারের সাহেবপুর কামাল থানার বিষ্ণুপুর আহুক গ্রামের এক যুবক রাজেশের সঙ্গে বিয়ে হয় বেগুসরাইয়ের শ্রীনগর অঞ্চলের নীলু কুমারীর। বলা হচ্ছে, ছেলেটিকে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। এই ধরনের বিয়েকে বিহারে বলা হয় ‘পাকৌড়া শাদি’। অভিযোগ, ছেলের এমন বিয়ে মানতে পারেননি বাবা। আর তাই শনিবার বিকেলে তিনি গুলি করে খুন করলেন পুত্রবধূকে। সেই সঙ্গে বেয়াই উমেশ সিং ও তাঁর পুত্র রাজেশ যাদবকে হত্যা করেছেন তিনি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গুলি চালানোর পর অভিযুক্ত পলাতক।

Advertisement

[আরও পড়ুন: বাড়বে তাপমাত্রা, সপ্তাহের মাঝে বঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা]

জানা গিয়েছে, ছেলের বাড়ি থেকে বিয়ে না মেনে নেওয়ায় স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই থাকতেন নীলু কুমারী। শনিবার বাবা ও ভাইয়ের সঙ্গে শ্বশুরবাড়ি আসেন নীলু। অভিযোগ, তাঁদের দেখেই রাগের চোটে বন্দুক বের করে গুলি চালাতে থাকেন অভিযুক্ত। তবে এর আগে দুই পরিবারের মধ্যে বচসাও হয় বলে প্রতিবেশীরা জানাচ্ছেন। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই তল্লাশি চালানো হচ্ছে অভিযুক্তকে ধরতে।

[আরও পড়ুন: নাভালনির দেহ ঘিরে ধোঁয়াশা! ধন্দে প্রয়াত নেতার পরিবার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement