সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুজাফ্ফরপুর হোম কাণ্ডে নাম জড়িয়েছে স্বামীর। বিরোধীদের সমালোচনার মুখে সমাজকল্যাণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মঞ্জু ভার্মা। অভিযোগ, হোমের কিশোরীদের দিনের পর দিন যৌন হেনস্তার ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে মঞ্জুদেবীর স্বামী চন্দ্রকান্ত ভার্মার দহরম মহরম রয়েছে। প্রায়ই তাঁরা ওই হোমে দেখা করতেন। এমনকী, নির্যাতিতা কিশোরীদের সঙ্গে সময় কাটাতে ওই হোমেও যেতেন মন্ত্রীর স্বামী। হোম কাণ্ড নিয়ে যখন রাজ্য তোলপাড় তখন পরিস্থিতি শান্ত করতেই এক প্রেস বিবৃতিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, এই ঘটনায় জড়িত অভিযুক্তদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর বিবৃতির পরেই পদত্যাগের সিদ্ধান্ত নেন মঞ্জু ভার্মা।
মুজাফ্ফরপুর হোম কাণ্ডের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে নীতীশ কুমার সরকার। দোষীদের চিহ্নিত করতে শুরু হয়েছে তল্লাশি। সুযোগ বুঝে সুর চড়িয়েছেন বিরোধী দলের নেতারাও এরই মধ্যে অভিযুক্তদের ধরতে গঠিত বিশেষ তদন্ত কমিটির রিপোর্টে চন্দ্রকান্ত ভার্মার নাম আসে। বিষয়টি জানাজানি হতেই চন্দ্রকান্তের স্ত্রী অর্থাৎ রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রী মঞ্জু ভার্মার পদত্যাগের দাবি তোলেন বিরোধী নেতারা। চাপের মুখে একপ্রকার বাধ্য হয়েই এদিন পদত্যাগ করেন ওই মন্ত্রী। তদন্ত রিপোর্ট বলছে, প্রায়ই হোম কাণ্ডে মূল অভিযুক্তের সঙ্গে সেখানে যেতেন মন্ত্রীর স্বামী। হোমের কিশোরীদের সঙ্গে সময়ও কাটাতেন বলে অভিযোগ। এরপরেই শুরু হয় শোরগোল। এদিকে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেও মঞ্জুদেবীর পাশেই থাকছে তাঁর দল। এমনটাই জানিয়েছেন বিহারের বিজেপি নেতা গোপাল নারায়ণ সিং।
উল্লেখ্য, মুজাফ্ফরপুরের সরকারি হোমের মেয়েদের উপরে যৌন হেনস্তার ঘটনা দিন ১৫ আগেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, অনাথ কিশোরীদের যৌন হেনস্তার পিছনে রয়েছে রাজ্যের নেতা-মন্ত্রী ও তাদের ঘনিষ্ঠরা। এই খবর সামনে আসতেই ভাবমূর্তি রক্ষার্থে আসরে নামে বিহার প্রশাসন। বিশেষ তদন্ত কমিটিও গঠিত হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই একে একে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে।
গত সোমবার উত্তরপ্রদেশে এমনই এক হোম কাণ্ডের ঘটনা সামনে এসেছে। হোমের এক নির্যাতিতা কিশোরী পালিয়ে থানায় আসতেই বেরিয়ে পড়ে প্রকৃত তথ্য। সেখানে হোমের কিশোরীদের দিয়ে মধুচক্র চালানো হত বলে অভিযোগ। এমনকী, বিনা লাইসেন্সেই হোম চালাচ্ছিল এক দম্পতি। ঘটনাস্থল উত্তরপ্রদেশের দেওরিয়া। চাঞ্চল্যকর তথ্য ফাঁস হতেই সেখানকার জেলাশাসক সুজিত কুমারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.