সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : জলমগ্ন নালন্দা হাসপাতালের পরিস্থিতি দেখে নীতিশ কুমার সরকারকে এক হাত নিলেন তেজস্বী যাদব। টুইটবার্তায় নালন্দা হাসপাতালকে ‘অ্যাকোয়ারিয়াম’ বলে কটাক্ষ করলেন তিনি।সপ্তাহান্তের টানা বৃষ্টিতে জলমগ্ন বিহারের নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মাছ খেলে বেড়াচ্ছে হাসপাতালের আইসিইউতে। হাসপাতালের করিডর ও ওয়ার্ডে উপচে পড়ছে নর্দমার নোংরা জল। এমন প্রাণান্তকর পরিস্থিতিতে নীতিশ কুমার সরকারকে টুইট বার্তায় বিঁধলেন আরজেডি নেতা তেজস্বী যাদব।
টুইটে কটাক্ষ করে তেজস্বী বলেন, “বিহারের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল অ্যাকোয়ারিয়াম হয়ে গিয়েছে। এহেন পরিস্থিতিকে আবার ইন্দ্রদেবের বদান্যতা বলে চালানোর চেষ্টা যেন না করে বর্তমান জেডিইউ সরকার। এমনটাই আশা করছি।” এদিকে মোটের উপর দু’হাজার রোগী প্রতিদিন নালন্দা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। কিন্তু শনি-রবি দু’দিন ধরে টানা বৃষ্টিতে সেই পরিষেবা কার্যত ব্যাহত হয়েছে। দু’হাজার রোগীর কথা ছেড়ে দিলেও, হাসপাতালে থাকা ৭৫০টি বেডের চিকিৎসাধীন রোগীদের সুস্থ রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চতুর্থ শ্রেণির কর্মী থেকে শুরু করে নার্স ও চিকিৎসকদের ছোটাছুটির অন্ত নেই। তবে ওয়ার্ডে গিয়ে রোগীদের দেখভাল করাও বেশ পরিশ্রমসাধ্য হয়ে উঠেছে। হাঁটু জলে ভাসছে বেড। নর্দমার দুর্গন্ধযুক্ত কালো জলে প্রায় নরককুণ্ডের চেহারা নিয়েছে ওয়ার্ড ও করিডর। একই অবস্থা আইসিইউ-এরও। যেখানে মরণাপন্ন রোগীকে চূড়ান্ত পর্যায়ের চিকিৎসা সহায়তা দেওয়া হয়, সেখানেই ইতিউতি খেলে বেড়াচ্ছে মাছ। লাইফ সাপোর্টের যাবতীয় বৈদ্যুতিন যন্ত্রাংশ বন্ধ রাখা হয়েছে। নোংরা জলে সংক্রমণের আশঙ্কা বাড়ছে। হাসপাতাল চত্বরই ক্রমশ রোগের আখড়া হয়ে উঠছে। আতঙ্কের প্রহর গুনছেন রোগীর পরিজনরা।
Nitish Kumar’s model of development. ICU of NMCH is swimming in drain water, fishes seen in ICU. Mind you, you cant question Nitish Kumar as his conscience is fast asleep and snoring with BJP. https://t.co/XucX31lZvb
— Tejashwi Yadav (@yadavtejashwi) July 29, 2018
এদিকে তেজস্বী যাদবের টুইটে মিশ্র সাড়া মিলেছে। ট্রোলডও হয়েছেন লালুপুত্র। কেননা বিহারের জোট সরকারের আমলে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে ছিলেন তেজস্বীর দাদা তেজপ্রতাপ যাদব। তার আগে বাবা লালুপ্রসাদ ও মা রাবড়িদেবী দীর্ঘ এক দশক ধরে সামলেছেন বিহারের স্বাস্থ্য দপ্তর। তাই নীতিশ কুমার সরকারকে কটাক্ষ করতে গিয়ে খানিকটা ব্যুমেরাং হয়ে ফিরেছে তেজস্বী যাদবের কাছে। অন্যদিকে নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিস্থিতি প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, এমনিতে হাসপাতাল এলাকা অনেকটাই নিচু। তায় গত শনি ও রবিবার টানা বৃষ্টি চলেছে রাজ্যে। ভারী বৃষ্টির জেরেই সংশ্লিষ্ট এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাতভর বৃষ্টির প্রভাব পড়েছে হাসপাতালেও লাগোয়া নর্দমা উপচে জল ঢুকে গিয়েছে মেডিক্যাল কলেজের করিজর, ওয়ার্ড ও আইসিইউ-তে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.