Advertisement
Advertisement

Breaking News

বিহার

‘কটা উইকেট পড়ল?’, শিশুমৃত্যু নিয়ে বৈঠকে বিতর্কিত প্রশ্ন বিহারের স্বাস্থ্যমন্ত্রীর

এনসেফালাইটিসে ১৬ দিনে বিহারে মৃত্যু হয়েছে প্রায় ১০৮ শিশুর। 

Bihar Health Minister asks score during encephalitis meet
Published by: Monishankar Choudhury
  • Posted:June 18, 2019 12:30 pm
  • Updated:June 18, 2019 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে ১৬ দিনে বিহারে মৃত্যু হয়েছে প্রায় ১০৮ শিশুর। তা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। পাশে ছিলেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে। মুজফ্ফরপুরে এনসেফালাইটিসের হানা থামাতে কী পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে চলছিল গুরুত্বপূর্ণ আলোচনা। এমনি সময় বিতর্কিত প্রশ্ন করে বসেন বিহারের স্বাস্থ্যমন্ত্রী। 

[আরও পড়ুন: অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ মেজর,খতম ২ জইশ জঙ্গি]

Advertisement

সামনে বসা এক সাংবাদিকে বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে জিজ্ঞেস করেন, ‘কটা উইকেট পড়ল?’ উত্তরে ওই সাংবাদিক জানান, ‘চার উইকেট।’ রবিবার হর্ষবর্ধনের সাংবদিক সম্মেলন চলাকালীন ম্যানচেস্টারে ম্যাচ চলছিল ভারত-পাকিস্তানের। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটিকে কেন্দ্র করে উত্তেজনায় ফুটছিল গোটা দেশ। সাংবাদিকের থেকে ওই ম্যাচের ফলাফলই জানতে চান মঙ্গল পাণ্ডে। তা ম্যাচের ফল জানতে চাওয়া অপরাধ নয়। কিন্তু যখন বিহারে একের পর এক এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুর্ কবলে পড়ছে শিশুরা, সেই সময় গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে ম্যাচের স্কোর জানতে চাইছেন!  সাংবাদিক বৈঠকের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মঙ্গল পাণ্ডের এই মন্তব্য ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এমন ‘অসংবেদনশীল’ হওয়ায় জন্য কংগ্রেস, আরজেডি, হিন্দুস্তান আওয়াম মোর্চা, সমস্ত বিরোধী দলই একযোগে তাঁর ইস্তফা দাবি করেছে।  

এদিকে, সংসদে ঢোকার সময় এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বেজায় চটলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন৷ সাংবাদিকের প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিলেন, ‘‘রোজ রোজ একই ইস্যুতে, একই প্রশ্নের জবাব দিতে পারব না৷’’ এনসেফেলাইটিসে একের পর এক শিশুমৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এই ব্যবহারকে ভাল চোখে দেখছেন না বিরোধীরা৷ এমন মর্মস্পর্শী ঘটনায় কীভাবে দায়িত্ববান স্বাস্থ্যমন্ত্রী এতটা উদাসীন হতে পারেন, এই প্রশ্ন তাড়া করছে সকলকেই৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement