Advertisement
Advertisement
Bihar Election results 2020 Nitish Kumar Congress

‘বিজেপি আপনাকে শেষ করে দেবে, মহাজোটে চলে আসুন’, নীতীশকে টোপ কংগ্রেসের

তেজস্বীকে আশীর্বাদ করুন, বিহারের মুখ্যমন্ত্রীকে বলছেন দিগ্বিজয় সিং।

Bihar Election Results 2020: Congress asks Nitish Kumar to Join UPA |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 11, 2020 12:36 pm
  • Updated:November 11, 2020 12:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার ভোটের ফলাফল প্রকাশ্যে আসতেই নয়া কূটনীতি কংগ্রেসের। ‘মহাজোটে চলে আসুন, বিজেপি-আরএসএস আপনাকে শেষ করে দেবে।’ নীতীশ কুমারের (Nitish Kumar) উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে দিল সোনিয়ার দল। দলের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং (Digvijaya Singh) বললেন, ‘বিহারের সামান্য পরিসরে রাজনীতি করা আপনার সাজে না। আপনি জাতীয় রাজনীতিতে আসুন। সব ধর্মনিরপেক্ষ দল আপনাকে সাহায্য করবে।’

বিহার ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। জোট হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ। সব ঠিক থাকলে শীঘ্রই সপ্তমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার। কিন্তু এবারে বিহারের মসনদ কিন্তু নীতীশের জন্য কন্টকময় হতে চলেছে। কারণ, জোটসঙ্গী বিজেপি (BJP) তাঁর দলের থেকে অনেক অনেক বেশি আসন পেয়েছে। আর সংখ্যালঘু আসন নিয়ে গড়া সরকার যে আগামীদিনে তাঁর নিয়ন্ত্রণে থাকবে না, সেটা বিচক্ষণ বোঝেন দুঁদে রাজনীতিক নীতীশ। সরকার চালাতে যে নীতীশের অসুবিধা হবে, সেটা জানে বিরোধীরাও। তাই তো ভোটের ফলপ্রকাশের পরই কংগ্রেসের বর্ষীয়ান নেতা দিগ্বিজয় সিং জেডিইউ (JDU) সুপ্রিমোকে বার্তা দিয়ে রাখলেন, মহাজোটে ফেরার রাস্তা তাঁর জন্য এখনও খোলা।

Advertisement

[আরও পড়ুন: ‘আমার সঙ্গে অস্পৃশ্যের মতো আচরণ করেছে’, বিরোধীদের যাত্রাভঙ্গ করেই বিস্ফোরক ওয়েইসি]

ফলাফল প্রকাশ্যে আসার পর গতকাল টুইট করে কংগ্রেস নেতা বলেন,”বিজেপি পরজীবী লতার মতো। যে গাছকে আঁকড়ে ধরে সেই গাছকে চুষে শেষ করে দেয়। আর নিজেরা ফুলে ফেঁপে ওঠে। বিজেপি আপনাকেও ছাড়বে না। শেষ করে দেবে। নীতীশজি লালুজি আপনার সঙ্গে আন্দোলন করেছেন। একসঙ্গে জেলে গিয়েছেন। এবার সংঘের বিচারধারা ছাড়ুন। তেজস্বীকে (Tejaswi Yadav) আশীর্বাদ করুন। এটাই জয়প্রকাশ নারায়ণ এবং গান্ধীজির প্রতি আপনার আসল শ্রদ্ধাঞ্জলি হবে। বিহার আপনার জন্য ছোট হয়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে আসুন। এখানে সব ধর্মনিরপেক্ষ দল আপনাকে সাহায্য করবে। বিহারে এই পরজীবী লতাকে বাড়তে দেবেন না। এরা যাদের উপর বসে তাঁরাই শেষ হয়ে যায়।” বস্তুত একটা সময় বিহারে এনডিএতে শেষ কথা ছিলেন নীতীশ কুমারই। কিন্তু ক্রমশ নীতীশের শক্তিক্ষয় এবং বিজেপির লাভ হয়েছে। এবারে নির্বাচনে বিজেপি জেডিইউয়ের থেকে ৩১টি আসন বেশি পেয়েছে গেরুয়া শিবির।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement