সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের শেষদফা ভোটের (Bihar Election 2020) আগে ফের ইভিএম নিয়ে কটাক্ষ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। বললেন, ‘ওটার নাম ইভিএম নয় এমভিএম। অর্থাৎ মোদি ভোটিং মেশিন!’ প্রাক্তন কংগ্রেস সভাপতির ইঙ্গিত, বিহারের ভোটেও ইভিএম কারচুপি হতে পারে। তবে, তা সত্ত্বেও বিহারে ‘পরিবর্তন’ আসবে।
#WATCH | Modi ji says he has freed farmers as they can now sell their produce anywhere… Modi ji tell me, will the farmer go to sell his produce on an aeroplane? Or will he go by road? If he has to go by road, where are the roads in Bihar?: Rahul Gandhi#BiharElections2020 pic.twitter.com/uW0eehwN8O
— ANI (@ANI) November 4, 2020
ইভিএম নিয়ে প্রশ্ন প্রথমবার উঠেছিল ২০১৭ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের পর। ভোটে শোচনীয় পরাজয়ের পর বিএসপি নেত্রী মায়াবতী (Mayawati) দাবি করেন, ইভিএমে কারচুপি হয়েছে। পরে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও মায়াবতীর সুরে সুর মেলান। তারপর একাধিকবার ইভিএম নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা ব্যালট পেপার ফেরানোর দাবিতে যৌথভাবে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। কমিশন আবার পালটা বিরোধীদের চ্যালেঞ্জ করেছে, পারলে ইভিএম (EVM) হ্যাক করা যায়, তা প্রমাণ করে দেখান। সেই চ্যালেঞ্জ আবার কোনও বিরোধী দল গ্রহণ করেনি। যার ফলস্বরূপ এখনও ইভিএমেই নির্বাচন হচ্ছে ভারতে।
২০১৯ লোকসভা ভোটে হারের পরও কংগ্রেস ইভিএম নিয়ে প্রশ্ন তুলেছিল। আর বিহারে ভোট শেষ হওয়ার আগেই সেই প্রসঙ্গ উঠল। এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বললেন,”EVM! ওটা ইভিএম নয়, ওটা MVM, মোদি ভোটিং মেশিন। এখানে E টা এমনিই লেখা আছে। ওটা আসলে মোদি ভোটিং মেশিন। কিন্তু এবার বিহারে যুবসমাজের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে। যুবসমাজের মনে রাগ আছে। তাই সেটা ইভিএম হোক বা এমভিএম হোক। মহাজোট জিততে চলেছে।” কংগ্রেস (Congress) নেতা এদিন রীতিমতো হুঙ্কারের সুরে বলছেন, মোদি ভোটিং মেশিন হোক বা মোদির সংবাদ মাধ্যম, কাউকেই তিনি ভয় পান না।” যদিও, তৃতীয় দফার ভোটের আগে ইভিএম নিয়ে রাহুলের এই কটাক্ষ আদৌ কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন, এখনই ইভিএম নিয়ে প্রশ্ন তুললে দলের কর্মীদের মনোবলে তার প্রভাব পড়তে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.