Advertisement
Advertisement
Bihar Election 2020 BJP JDU

বিহারে নীতীশ কুমার-বিজেপির মধ্যে আসনরফা চূড়ান্ত, অনিশ্চিত চিরাগ পাসওয়ানের ভবিষ্যৎ

এনডিএ শিবিরে অশান্তি অব্যাহত।

Bihar Election 2020: Nitish Kumar agrees to 50:50 seat deal with BJP |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 4, 2020 11:14 am
  • Updated:October 4, 2020 11:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিরোধী শিবির গতকালই সরকারিভাবে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। আসন সমঝোতাও চূড়ান্ত হয়েছে। মুকেশ সাহানির ভিআইপি পার্টি সেই রফাতে সন্তুষ্ট না হলেও কংগ্রেস, এবং বামেদের সন্তোষজনক আসন দিয়ে জোট সমীকরণ মসৃণ করতে সক্ষম হয়েছে আরজেডি (RJD)। সে তুলনায় অনেকটা পিছিয়ে শাসক শিবির। শনিবার প্রথম পর্বের নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হলেও এখনও নিজেদের কোন্দল মিটিয়ে উঠতে পারেনি এনডিএ (NDA) শিবিরের তিন সঙ্গী বিজেপি (BJP), জেডিইউ (JDU) এবং এলজেপি (LJP)।

আসলে, এনডিএ শিবিরের যাবতীয় সমস্যা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাশ পাসওয়ানের ছেলে চিরাগ পাসওয়ানকে (Chirag Paswan) নিয়ে। নীতীশ কুমার সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলায়। তাই নীতীশের দল জেডিইউকে বেশি আসন ছাড়তে নারাজ তিনি। চিরাগ চাইছেন, বিজেপি এবং তাঁর দল এলজেপি জোট করে সিংহভাগ আসনে লড়ুক। কিন্তু সেটা যে বাস্তবসম্মত নয়, তা বুঝতে পেরেছে গেরুয়া শিবির। তাই চিরাগকে বাদ দিয়েই জেডিইউয়ের সঙ্গে আসনরফা চূড়ান্ত করে ফেলেছে তাঁরা। ঠিক হয়েছে, এনডিএর দুই বড় জোটসঙ্গী লড়বে ৫০:৫০ ফর্মুলায়। ২৪৩ আসনের মধ্যে নীতীশ কুমারের জেডিইউ লড়বে ১২২ আসনে, বিজেপি লড়বে ১২১ আসনে। আজই বিজেপির তরফে এই আসন সমঝোতার কথা ঘোষণা করা হতে পারে।

Advertisement

[আরও পড়ুন: বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালুপুত্র তেজস্বীই, ঘোষণা মহাজোটের]

এখন প্রশ্ন হল, এনডিএ’র অপর দুই সঙ্গী এলজেপি এবং জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চার কী হবে? প্রাথমিক রফা অনুযায়ী হিন্দুস্তান আওয়াম মোর্চাকে নিজেদের কোটা থেকে পাঁচটি আসন ছাড়বে জেডিইউ। আর চিরাগ পাসওয়ানের এলজেপির জন্য নিজেদের কোটা থেকে আসন ছাড়বে বিজেপি। তবে, তার থেকেও বড় প্রশ্ন চিরাগ আদৌ জোটে থাকবেন কিনা। গত সপ্তাহেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, ৪২-এর কম আসন পেলে তাঁর দল একাই লড়বে। এদিকে বিজেপি মেরেকেটে ১৫টি আসন ছাড়তে রাজি। শেষপর্যন্ত যদি সম্মানজনক রফা না হয় তাহলে একাই লড়তে পারে এলজেপি। আবার আরও একটা সম্ভাবনা আছে। বিজেপির থেকে যে কটা আসন চিরাগ পাচ্ছেন, তা তিনি মেনে নিতেও পারেন। কিন্তু সেক্ষেত্রে আবার নীতীশ কুমারের দলের বিরুদ্ধে প্রার্থী দিতে পারেন তিনি। সবটাই আজ সন্ধের মধ্যে পরিষ্কার হয়ে যেতে পারে।

এদিক এদিনই সকালে আরজেডির তফশিলি সেলের নেতা শক্তি মালিক খুন হয়। সেই ঘটনায় তাঁর স্ত্রীর অভিযোগের উপর ভিত্তি করে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব-সহ মোট ছ’জনের বিরুদ্ধে পূর্ণিয়া থানায় FIR হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement