Advertisement
Advertisement
Bihar Election 2020 BJP

‘বিনামূল্যে ভ্যাকসিনের প্রতিশ্রুতি নির্বাচনী বিধি ভঙ্গ করে না’, বিজেপিকে ক্লিনচিট কমিশনের

বড়সড় স্বস্তি পেল গেরুয়া শিবির।

Bihar Election 2020: BJP’s Covid-19 vaccine promise not a poll violation, says EC |Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 31, 2020 12:57 pm
  • Updated:October 31, 2020 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রাজনৈতিক দল চাইলে ইস্তেহারে প্রতিশ্রুতি দিতেই পারে। যতক্ষণ না সেই প্রতিশ্রুতি সংবিধানের বিরোধী হচ্ছে, ততক্ষণ তা আদর্শ নির্বাচনী বিধি ভঙ্গ করে না। বিহার ভোটে (Bihar Election 2020) বিজেপির বিনামূল্যে করোনার ভ্যাকসিন বিলি প্রসঙ্গে সাফ জানিয়ে দিল নির্বাচন কমিশন। যার অর্থ, ভোটে জয়ের পর বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও ক্লিনচিট পেয়ে গেল গেরুয়া শিবির। এর আগে ২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) প্রস্তাবিত ন্যায় প্রকল্প নিয়েও একইভাবে প্রশ্ন উঠেছিল। তখনও কমিশন কোনও আপত্তি তোলেনি। 

বিহারের নির্বাচনের ঠিক আগে আগে নিজেদের নির্বাচনী ইস্তেহারে বড়সড় চমক দিয়েছিল বিজেপি (BJP)। ক্ষমতায় ফিরলে বিহারের প্রত্যেক বাসিন্দাকে বিনামূল্যে করোনার টিকা দেওয়া হবে। খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এই ঘোষণা শুনে ভ্রু কুঁচকেছিলেন অনেকেই। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিকে অনেকে ‘গাছে কাঠাল, গোঁফে তেলে’র সঙ্গে তুলনা করেছিলেন। যে ভ্যাকসিন (Corona Vaccine) এখনও আবিষ্কারই হয়নি, সেটাই কিনা বিনামূল্যে দেওয়ার প্রতিশ্রুতি। এ নিয়ে হাসাহাসিও হয়েছিল। বিরোধীরা আবার প্রশ্ন তুলছিল, তাহলে কি বিহার ছাড়া অন্য কোনও রাজ্যের মানুষ বিনামূল্যে ভ্যাকসিন পাবে না? এসব বিবিধ প্রশ্নের মধ্যে কেউ কেউ আবার প্রশ্ন তোলা শুরু করেন, এভাবে বিনামূল্যে টিকা দেওয়ার প্রতিশ্রুতি আসলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ নয় তো? এবার সেই প্রশ্নের জবাব দিল নির্বাচন কমিশন।

Advertisement

[আরও পড়ুন: পাঞ্জাবের পর এবার রাজস্থান, বিতর্কিত কৃষি আইন রুখতে প্রস্তাব আনছে গেহলট সরকার]

বিজেপির এই প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে কিনা জানতে একটি আরটিআই (RTI) করেছিলেন সমাজকর্মী সাকেত গোখলে। তাঁর প্রশ্নের উত্তরে কমিশন জানিয়ে দিয়েছে, কোনও রাজনৈতিক দল কোনও প্রতিশ্রুতি দিতেই পারে। সেটা যদি সংবিধান বা নির্বাচন প্রক্রিয়াকে লঙ্ঘন না করে, তাহলে তাতে কমিশনের কোনও আপত্তি নেই। নির্বাচন কমিশনে ক্লিনচিট পেয়ে স্বাভাবিকভাবেই খানিকটা হলেও স্বস্তিতে বিজেপি। যদিও, তাঁদের এই প্রতিশ্রুতি বিহারের জনতার মনে খুব একটা দাগ কাটেনি বলেই মনে করেছে রাজনৈতিক মহল। বিহারের ভোটের প্রধান ইস্যু এবার কর্মসংস্থান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement