Advertisement
Advertisement

Breaking News

৪৪,০০০ বিয়ের প্রস্তাব পেলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী

“আমি বিবাহিত হলে এই বিষয়টি নিয়ে সমস্যা হত বাড়িতে৷ কিন্তু আমি এখনও সিঙ্গল৷”

Bihar deputy CM Tejaswi Yadav gets 44,000 marriage proposals
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 21, 2016 6:43 pm
  • Updated:January 17, 2020 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও প্রশাসনিক সমস্যা, রাস্তার বেহাল দশা কিংবা চিকিৎসা ক্ষেত্রে গাফিলতির সম্মুখীন হলে একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিজেদের অভিযোগ দাখিল করার কথা রাজ্যবাসীকে বলেছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব৷ কিন্তু তাঁর এই মানবসেবাই আপাতভাবে সমস্যা ডেকে আনল মন্ত্রীর জীবনে৷ হোয়াটসঅ্যাপ মেসেজে তিনি প্রশাসনিক সমস্যার অভিযোগের পরিবর্তে পেলেন বিয়ের প্রস্তাব৷ একটি কিংবা দু’টি নয়৷ রীতিমতো ৪৪,০০০ বিবাহ প্রস্তাব পেলেন লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী৷ অনুপমা, প্রিয়া, কাঞ্চন, দেবিকার মতো বহু মহিলাই মন্ত্রীকে প্রেম এবং বিবাহ প্রস্তাব দিয়েছেন৷ আর খুব আশ্চর্যভাবেই তাঁরা ভেবেছেন এই হোয়াটসঅ্যাপ মেসেজগুলি বুঝি সোজা গিয়ে তাঁদের স্বপ্নের পুরুষের কাছে পৌঁছবে৷ কিন্তু বাস্তবে স্বভাবতই এমনটা হয়নি৷ তাঁদের পাঠানো এই বার্তা গিয়ে তাঁর দফতরের কর্মীর হাতে পৌঁছেছে৷ আর এই বার্তার খবর প্রকাশ্যে আসতেই হাসির রোল উঠেছে চারদিকে৷

জানা গিয়েছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মোট ৪৭,০০০ বার্তা এসেছে৷ কিন্তু তারমধ্যে ৪৪,০০০ বার্তাই বিয়ের প্রস্তাব৷ মাত্র ৩,০০০ বার্তা অভিযোগ সংক্রান্ত৷

Advertisement

এই বিষয়ে আরজেডি’র উত্তরসূরিকে প্রশ্ন করা হলে তিনি মজা করে বলেন, “আমি বিবাহিত হলে এই বিষয়টি নিয়ে সমস্যা হত বাড়িতে৷ কিন্তু আমি এখনও সিঙ্গল৷”

‘বিয়ের কথা ভাবছেন?’ প্রশ্নের উত্তরে লাজুক ২৬ বছরের মন্ত্রীর উত্তর, “বিয়ে তো করব৷ কিন্তু পরিবারের সদস্যরা যাঁকে পছন্দ করবেন, তাকেই জীবনসঙ্গী হিসাবে দেখতে চাই৷”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement