Advertisement
Advertisement

Breaking News

Bihar

চলছিল বিয়ের সাজ, বিউটি পার্লারে ঢুকেই কনেকে গুলি পুলিশকর্মীর, তারপর…

পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ।

Bihar Cop Shoots Bride Hours Before Wedding and Then Tries To Kill Himself | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 22, 2023 7:00 pm
  • Updated:May 22, 2023 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের দিন কনের সাজের জন্য বিউটি পার্লারে গিয়েছিলেন তরুণী। সঙ্গে ছিলেন পুলিশকর্মী যুবক। অভিযোগ, আচমকা তরুণীকে লক্ষ্য করে গুলি চালান তিনি। এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। গুলিবিদ্ধ তরুণীকে হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখান চিকিৎসাধীন তিনি। রবিবার এমন কাণ্ডে হুলুস্থুল পড়ে গিয়েছে বিহারের (Bihar) মুঙ্গেরে।

রবিবার রাত বিয়ে ছিল ২৬ বছরের অপূর্বা কুমারীর। সকালে কনের সাজের জন্য একটি বিউটি পার্লারে গিয়েছিলেন তিনি। পার্লারকর্মীদের দাবি, তরুণীর সঙ্গেই সেখানে হাজির হয়েছিলেন অভিযুক্ত পুলিশকর্মী আমন কুমার। যিনি বর্তমানে পাটনায় কর্মরত। পার্লার কর্মীদের হতবাক করে আচমকা তরুণীকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন তিনি। তরুণীর ঠিক পিছনে দাঁড়িয়েছিলেন পুলিশকর্মী। ফলে বুলেট কাঁধ লাগে। ডান বুক হয়ে বেরিয়ে যায়। এই কাণ্ডের পর নিজেও গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন পুলিশকর্মী যুবক।

Advertisement

[আরও পড়ুন: ফের অশান্তি মণিপুরে, ইম্ফলে সংঘর্ষের জেরে সেনাকে তলব, জারি কারফিউ]

যদিও পার্লার কর্মীরা দ্বিতীয়বার গুলি চালানোর আগেই তাঁকে নিরস্ত করতে সক্ষম হন। যদিও ঘটনাস্থল পালিয়ে যান অভিযুক্ত। গুলিবিদ্ধ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তরুণী বর্তমানে বিপদমুক্ত। কেন পুলিশকর্মী তরুণীকে লক্ষ্য করে গুলি চালিয়ছিলেন পুলিশকর্মী যুবক, তা এখনও স্পষ্ট নয়। পার্লারকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিউটি পার্লারের সিসিটিভি ফুটেজ। ওই তরুণীর সঙ্গে পুলিশকর্মীর কোনও সম্পর্ক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

[আরও পড়ুন: তৃতীয় বন্দে ভারত পেল রাজ্য, হল ট্রায়াল রানও, জেনে নিন এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement