ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারীবিদ্বেষী মন্তব্য বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের! বিরোধীদের বিক্ষোভের মাঝে পড়ে মেজাজ হারিয়ে আরজেডির মহিলা বিধায়ককে উদ্দেশে ‘কুকথা’ শোনা গেল তাঁর মুখে। রীতিমতো চড়া মেজাজে মহিলা বিধায়ককে তোপ দেগে বললেন, ‘তুমি মহিলা। কিস্যু বোঝ না।’ তাঁর এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
বাদল অধিবেশন চলছে বিহার বিধানসভায়। বুধবার সেখানেই সংরক্ষণ ইস্যুতে এনডিএ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করে বিরোধীরা। দাবি করা হয়, গত বছর পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য যে সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছিল তা নবম অনুচ্ছেদে সামিল করা হোক। নীতীশ কুমার বলেন, ‘আমরা চেষ্টা করছি। বিষয়টি কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে।’ তবে তাঁর আশ্বাসে বিরোধী শিবির শান্ত হয়নি। বিরোধী শিবির থেকে তখন স্লোগান দিচ্ছিলেন আরজেডির মহিলা বিধায়ক রেখা দেবী। তাঁর উপর মেজাজ হারিয়ে নীতীশ বলেন, “আরে আপনি তো একজন মহিলা। কিস্যু বোঝ না। এরা কোথা থেকে হাজির হয়, জীবনে কিছু করেছে? ২০০৫ সালের পর আমরাই মহিলাদের এগিয়ে নিয়ে গিয়েছি।” এখানেই থামেননি নীতীশ। আরও বলেন, “এখন আমি কথা বলছি। চুপচাপ আমার কথা শোন।”
একজন মহিলা বিধায়ককে উদ্দেশে নীতীশের এমন নারীবিদ্বেষী মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক চরম আকার নিয়েছে। বিরোধীদের অভিযোগ, বিজেপি তথা এনডিএ মুখে যতই নারী ক্ষমতায়ণের গালভরা ভাষণ দিক না কেন, আসলে ওদের অন্তর নারী বিদ্বেষে ভরা। উত্তেজনার মাঝে এদের সেই দানবীয় দিকটিই প্রকাশ্যে চলে আসে। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর এমন বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানাতে পারে বিহারের বিরোধী শিবির।
এদিকে নীতীশের এহেন মন্তব্যের পর মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে ‘হায় হায়’ স্লোগান দিতে থাকে। ওই অবস্থায় নিজের আসন ছেড়ে উঠে পড়েন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আপনারা সবাই ‘হায় হায়’। আপনারা যদি আমার কথা না শুনতে চান তাহলে তা আপনাদের সমস্যা। বিহার বিধানসভায় বুধবার এহেন উত্তপ্ত পরিস্থিতির জেরে অধিবেশন মুলতুবি করেন বিধানসভার অধ্যক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.