Advertisement
Advertisement

Breaking News

Nitish Kumar

‘বিরোধীদের একজোট করুন, বিজেপি ১০০তে গুটিয়ে যাবে,’ কংগ্রেসকে বার্তা নীতীশের

একমঞ্চে বিজেপি বিরোধী জোটের বার্তা সলমান খুরশিদেরও।

Bihar CM Nitish Kumar advice Congress Says BJP will go below 100 | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:February 18, 2023 8:59 pm
  • Updated:February 19, 2023 3:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। ভারত জোড়ো যাত্রার সাফল্যে যেন থমকে না যায় কংগ্রেস (Congress)। সব দল একজোট হলে আগামী লোকসভা ভোটে বিজেপিকে (BJP) ১০০ আসনের মধ্যে গুটিয়ে দেওয়া যাবে। এমনই মন্তব্য করলেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। পাটনায় বামেদের আয়োজিত এক সভায় এইসঙ্গে কংগ্রেস-সহ সমস্ত বিজেপি বিরোধী দলকে এক ছাতার তলায় আসার প্রস্তাব দিলেন তিনি। প্রবীণ কংগ্রেস নেতা সলমান খুরশিদের (Salman Khurshid) উপস্থিতিতে এই প্রস্তাব দিলেন নীতীশ।

‘মহাগঠবন্ধন’ সভায় কংগ্রেসের উদ্দেশে নীতীশ বলেন, “আপনারা দ্রুত সিদ্ধান্ত নিন। আমার পরামর্শ শুনতে চাইলে বলব, একসঙ্গে লড়লে ওরা (বিজেপি) ১০০-র নিচে থমকাবে। আর যদি আমার পরামর্শ না মানতে চান তা হলে যা হবে তা আপনারা বুঝুন।’’ আরও বলেন, “আমি কংগ্রেসের বন্ধুদের বলব, যাত্রা (ভারত জোড়ো যাত্রা) সফল পেয়েছে ঠিক কথা, কিন্তু তারা যেন এখানেই থেমে না যান”। একথা বলেই সলমানের দিকে হেসে তাকান নীতীশ।

Advertisement

[আরও পড়ুন: ‘মোদির দাসত্ব করছে নির্বাচন কমিশন, চোরেদের উচিত শিক্ষা দেব’, শিব সেনা ‘খুইয়ে’ তোপ উদ্ধবের]

পরে নিজের ভাষণে জবাব দেওয়ার ভঙ্গিতে সলমান খুরশিদ বলেন, “যেমন আপনি বলছেন কংগ্রেস সেটাই চায়। ভালবাসায় ক্ষেত্রে কখনও কখনও একটা সমস্যা হয়। ‘আমি তোমাকে ভালবাসি’ কে প্রথমে বলবে, তা নিয়ে!” কংগ্রেস নেতা একথা বললেও জোটের বিষয়ে কংগ্রেস হাইকমান্ডের মতামত এখনও অজানা। যদিও জোটের সমর্থনে কবিরের দোহা থেকে উদ্ধৃতি দেন প্রবীণ কংগ্রেস নেতা। বলেন, “আমরা আদতে একই রঙে আঁকা।”

[আরও পড়ুন: খেতে খেতেই মৃত্যু! মেঝেতে লুটিয়ে নিথর টোলপ্লাজা কর্মী, প্রকাশ্যে মর্মান্তিক ভিডিও]

এই সভায় উপস্থিত ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav)। নিজের বক্তব্যে বিজেপিকে তুলোধোনা করেন তিনি। তেজস্বীর কথায়, বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, জেলে পোরা হচ্ছে।”সঙ্গে থাকলে আপনি রাজা হরিশ্চন্দ্র!”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement