Advertisement
Advertisement
পর্ন সাইট

পর্নসাইটের জন্যই বাড়ছে ধর্ষণ! নীতীশ কুমারের মন্তব্যে জোর বিতর্ক

আগে ভোজপুরী ছবি তৈরি বন্ধ করুন, কটাক্ষ নেটিজেনদের।

Bihar Chief Minister Nitish Kumar blames porn for Rapes

ফাইল ফটো

Published by: Subhajit Mandal
  • Posted:December 7, 2019 3:54 pm
  • Updated:December 7, 2019 4:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশব্যাপী ধর্ষণ, যৌন হেনস্তা, যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধ মাথাচাড়া দিয়ে উঠছে। অথচ, কোনও পদক্ষেপ না করে বয়ানবাজিতে ব্যস্ত নেতামন্ত্রীরা। কেউ বলছেন, টেলিভিশনের জন্য ধর্ষণ হচ্ছে। আবার, কেউ বলছেন মোবাইলের জন্য ধর্ষণ হচ্ছেন। অথচ, ধর্ষণ রুখতে পোক্ত পদক্ষেপ কেউই করছেন না। এবার এই তালিকায় নাম লেখালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর দাবি, পর্ন সাইটের বাড়বাড়ন্তের জন্যই বাড়ছে যৌনতা সংক্রান্ত অপরাধ এবং ধর্ষণ।


দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের বাড়বাড়ন্ত প্রসঙ্গে বলতে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, “মহিলাদের উপর যে যৌন হেনস্তা বা অত্যাচার করা হচ্ছে, তার মূল কারণ হল পর্ন সাইটের সহজলভ্যতা। পর্ন সাইটগুলিতে ধর্ষণের ভিডিও-ও থাকে। ধর্ষকরা হয়তো নিজেই সেই ভিডিও তুলে পোস্ট করে। আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব এমন সমস্ত ওয়েব সাইট নিষিদ্ধ করতে, যাতে যৌন উত্তেজনামূলক ভিডিও দেখানো হয়।” পর্নোগ্রাফি নিষিদ্ধ করা নিয়ে ভারতে বিতর্ক বহুদিনের। এর আগে ভারতে অধিকাংশ পর্ন সাইট বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকারও। কিন্তু, ঘুরপথে এখনও সমস্ত প্রথম সারির পর্ন সাইটই খোলা যায় দেশের বিভিন্ন প্রান্তে।

Advertisement

[আরও পড়ুন: উন্নাওকাণ্ডের বেনজির প্রতিবাদ দিল্লিতে, নিজের মেয়েকেই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা মহিলার]

যদিও পর্ন সাইটের জন্যই ধর্ষণ হচ্ছে, নীতীশের এই যুক্তি মানতে নারাজ নেটিজেনরা। তাঁরা উলটে বিহারের মুখ্যমন্ত্রীকেই তোপ দাগছেন। নেটিজেনরা বলছেন, পর্ন সাইটের মতোই ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয় সি গ্রেডের ভোজপুরী ছবিতেও। নীতীশের উচিত, আগে ভোজপুরী ছবি তৈরি বন্ধ করা। তাছাড়া একজন মুখ্যমন্ত্রী হয়ে নীতীশ কী করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন, সে প্রশ্নও তুলছেন অনেকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement