Advertisement
Advertisement
NCP

শরদ পওয়ারের হাতেই কি থাকবে দলের রাশ, নাকি মেয়ে সুপ্রিয়াই পাবেন দায়িত্ব? সিদ্ধান্ত শুক্রবার

‘মারাঠা স্ট্রং ম্যান’ কি ইস্তফা প্রত্যাহারে রাজি হবেন?

Big succession question of NCP could be answered following a meeting in Mumbai। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:May 4, 2023 7:44 pm
  • Updated:May 4, 2023 7:45 pm  

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: এনসিপি (NCP) প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন শরদ পওয়ার (Sharad Pawar)। ইস্তফা ফেরত নেওয়ার দাবিতে তাঁর বাড়ির সামনে অনুরাগীরা ধরনায় বসেছেন। তবুও নিজের সিদ্ধান্ত প্রত্যাহারে অনড় প্রবীণ রাজনীতিক। ফলে প্রশ্ন উঠছে, যদি সত্য়িই তিনি সরে যান তাহলে দলের পরবর্তী প্রধান কে হবেন? জানা যাচ্ছে, দলের একটা বড় অংশই পওয়ার কন্যা সুপ্রিয়া সুলেকে সকলে দলের শীর্ষপদে চাইছেন। এর উত্তর সম্ভবত পাওয়া যাবে আগামিকাল, শুক্রবার। ওইদিনের বৈঠকেই ঠিক হয়ে যাবে পুরো বিষয়টি।

শোনা যাচ্ছে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী নাকি ইতিমধ্যেই ফোন করেছেন সুপ্রিয়াকে। এরপর থেকেই এই জল্পনা আরও জোরালো হয়েছে। যদিও তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, হয়তো সুপ্রিয়াকে আগাম অভিনন্দনই জানিয়েছেন রাহুল।

Advertisement

[আরও পড়ুন: একমাসের মধ্যে ফের এনকাউন্টার উত্তরপ্রদেশে, মৃত কুখ্যাত গ্যাংস্টার অনিল দুজানা]

মুম্বইয়ের পার্টি অফিসে শুক্রবার সকাল ১১টায় বৈঠকে বসবে পওয়ার নির্বাচিত কমিটি। আপাতত যা সম্ভাবনা, যদি পওয়ার ইস্তফা ফেরাতে রাজি না হন (যে সম্ভাবনাই সবথেকে বেশি), তাহলে সুপ্রিয়াকেই দলের প্রধান হিসেবে নির্বাচিত করা হবে। তবে ছগন ভুজবলের মতো দলের প্রবীণ নেতারা পাওয়ারকেই শীর্ষপদে রেখে দিতে মরিয়া। সিদ্ধান্ত প্রত্যাহার করতে ‘মরাঠা স্ট্রং ম্যান’-এর ওপর চাপ বজায় রেখেছেন তাঁরা।

‘মারাঠা স্ট্রং ম্যান’ কি শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে অনড় থাকবেন নাকি আরও শক্ত হাতে দলের রাশ টানবেন। আপাতত সেইদিকেই তাকিয়ে অনুগামীরা। লক্ষ্য থাকবে অজিত পওয়ারের দিকেও। মনে করা হচ্ছে, মারাঠা রাজ্যের দায়িত্ব দিয়ে আপাতত ভাইপো অজিত পাওয়ারকে নিরস্ত করা হতে পারে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পাওয়ার সসম্মানেই নিজের চেয়ারে থাকবেন। কারণ তিনি জানেন, দু’জনেই পরিবারের সদস্য হলেও তাঁদের পক্ষে দলের একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখা কখনই সম্ভব নয়। দলের বহু প্রবীণ নেতা এদের নেতৃত্ব মেনে নেবেন না। শেষ পর্যন্ত কী হয় আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: শুক্রবার বুদ্ধপূর্ণিমাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement