সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগে পর্যন্ত ইরানের চাবাহার বন্দর থেকে জেহেদান পর্যন্ত রেল প্রকল্পের বিষয়টি উল্লেখ করে মোদি সরকারের সফলতার কথা প্রচার করত বিজেপি নেতৃত্ব। কিন্তু, সেই প্রকল্প থেকে সম্প্রতি ভারতকে সরিয়ে দিয়েছে তেহেরান। এরপরই এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। এই ঘটনা ভারতের পক্ষে খুব বড় ক্ষতি বলেও দাবি করল তারা।
India dropped from Chahbar Port deal. This is the diplomacy of the Modi Govt that won laurels even without getting the work done, China worked quietly but gave them a better deal. Big loss for India. But you can’t ask questions!https://t.co/mrb6rhPhWg
— Abhishek Singhvi (@DrAMSinghvi) July 14, 2020
এই বিষয়ে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি টুইট করেন, ‘চাবাহার (Chabahar) বন্দর চুক্তি থেকে ভারতকে বাদ দেওয়া হয়েছে। একদিকে মোদি সরকার কাজ না করেই এবিষয়ে প্রচুর প্রচার করে ফেলেছে। অন্যদিকে চিন চুপচাপ থেকে ওদের সঙ্গে আরও ভাল চুক্তি করেছে। এটা ভারতের পক্ষে খুব বড় একটা ক্ষতি। কিন্তু, আপনারা এবিষয় নিয়ে কোনও প্রশ্ন করতে পারবেন না।’ এই টুইটের সঙ্গে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত একটি খবরও শেয়ার করেন তিনি। যাতে উল্লেখ করা হয়েছে ভারতের তরফে প্রকল্প রূপায়ণের কাজে দেরি করা হচ্ছিল। এর ফলে ইরান (Iran) -কে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল। তাই চুক্তিটি বাতিল করা হয়েছে।
এপ্রসঙ্গে ইরানের অভিযোগ, আর্থিক সমস্যার জন্য ভারতের সঙ্গে এই প্রকল্পে এগোতে পারেনি তারা। ইরানের ইঞ্জিনিয়াররা এই প্রকল্পের জন্য বহুবার ভারতের দরজায় কড়া নাড়লেও উপযুক্ত সময়ে কাজ শেষ করা যায়নি। ফলে ইরানের খরচ বাড়ছিল। তাই চারবছর আগে হওয়া ওই চুক্তিটি বাতিল করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.