সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম অর্ধে জিতে থাকা দলের কোচও সাবধানী হন। শেষ মুহূর্ত পর্যন্ত খেলোয়াড়দের ভিতর জয়ের খিদেটা জাগিয়ে রাখতে চান। যাতে আত্মতুষ্টির গ্রাসে ভরাডুবি না হয়। অনেকটা সেই কায়দাতেই অনাস্থা ভোটাভুটির আগে সাংসদদের ‘পেপটক’ দিলেন নরেন্দ্র মোদি। বললেন, গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। সাংসদরা যেন এই উপলক্ষে জেগে ওঠেন।
বাদল অধিবেশনের গোড়াতেই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা। তাতে অবশ্য শাসক দলের তেমন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সংখ্যাতত্ত্বের বিচারে তারা অনেকটাই এগিয়ে।এই মুহূর্তে শাসক দলের হাতে আছে ৩১৩ জন সাংসদ। অন্যদিকে ম্যাজিক ফিগার ২৬৮। তাই অসুবিধা হওয়ার কথা নয় বিজেপির। তবু কোথাও যাতে ভুলচুক না হয়ে যায়, তাই আগাম সতর্ক মোদি। আজ সংসদে ১১টা থেকেই অনাস্থা নিয়ে আলোচনা শুরু হবে। দিনভর আলোচনার পর রাতে হবে ভোটাভুটি। তাতে সরকার পড়ে যাবে এমন সম্ভাবনা অন্তত নেই। তবে বিরোধীরা কতটা এককাট্টা হতে পারবে, সেটাই দেখার। তবে এই প্রায় জেতা পরিস্থিতিতেও বেশ সাবধানী এনডিএ শিবির। বিজেপি সভাপতি অমিত শাহ দলের সব নেতা ও শরিকদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন। বুঝিয়ে দিয়েছেন, কী করণীয়। কংগ্রেস শিবিরেও একই ছবি। আজ সংসদ চালু হলে টিডিপি-র পক্ষ থেকে অনাস্থা নিয়ে আলোচনা শুরু হবে। তেলুগু দেশম পার্টির জন্য বরাদ্দ হয়েছে ১৩ মিনিট। প্রধান বিরোধী কংগ্রেসের জন্য বরাদ্দ হয়েছে ৩৮ মিনিট। তৃণমূল কংগ্রেস বলতে পারবে ২০ মিনিট। তবে তার আগে এদিন সকাল সকাল টুইটারে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। জানিয়েছেন, সংসদীয় গণতন্ত্রের জন্য আজ খুব গুরুত্বপূর্ণ একটা দিন। সব সাংসদরা যেন এই উপলক্ষে তৈরি থাকেন। সংসদে যাতে নির্বিঘ্নে আলোচনা হয় সে ব্যাপারটা নিশ্চিত করেন। গোটা দেশ এই দিকে তাকিয়ে আছে বলে বার্তা দেন তিনি।
Today is an important day in our Parliamentary democracy. I am sure my fellow MP colleagues will rise to the occasion and ensure a constructive, comprehensive & disruption free debate. We owe this to the people & the makers of our Constitution. India will be watching us closely.
— Narendra Modi (@narendramodi) July 20, 2018
অনাস্থা প্রস্তাবের আলোচনায় সবশেষ বক্তা স্বয়ং প্রধানমন্ত্রী। মোদি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন মানুষের ক্ষোভ জমা হয়েছে। আবার সংখ্যার বিচারে শাসক দলের জয়ের সম্ভাবনা স্পষ্ট। এই পরিস্থিতিতে জবাবী ভাষণে মোদি কী বলেন, সংসদীয় গণতন্ত্রের সম্মান কতটা রক্ষিত হয়, সেদিকে সত্যিই তাকিয়ে আছে দেশবাসী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.