ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুর ফের বড় অভিযান সেনাবাহিনীর। ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থীদের চার বাঙ্কার ধ্বংস করল নিরাপত্তাবাহিনী। পাশাপাশি আরও তিন বাঙ্কারের নিজেদের দখলে নেওয়া হয়েছে। পাশাপাশি চুড়াচাঁদপুর ও তেঙ্গনৌপাল জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
গত বছরের মে মাস থেকে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মণিপুর। কুকি ও মেতেই সংঘর্ষে মৃত্যু হয়েছে ২৫০ জনের বেশি মানুষের। হিংসাদীর্ণ মণিপুরে শান্তি ফেরাতে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করা হয়েছে কেন্দ্রের তরফে। তারপরও ইতিউতি জারি রয়েছে উগ্রপন্থীদের আক্রমণ। এই পরিস্থিতিতে লাগাম টানতে গত কয়েক মাস ধরে লাগাতার অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও অন্যান্য আধাসেনার যৌথবাহিনী। সোমবার তেমনই এই অভিযান চালানো হয়, ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলায়। খবর ছিল এই অঞ্চলের একাধিক জায়গায় বাঙ্কার তৈরি করে উগ্রপন্থীরা। সেই মতো অভিযান চালিয়ে ধ্বংস করে দেওয়া হয় উগ্রপন্থীদের চারটি বাঙ্কার। তিনটির দখল নেয় নিরাপত্তাবাহিনী। জানা গিয়েছে, এই সব বাঙ্কার থেকেই উগ্রপন্থীরা নিচে নেমে এসে লোকালয়ে হামলা চালাত। গত শুক্রবার এমনই এক অভিযানে এক পুলিশকর্মী-সহ চার জনের মৃত্যু হয়।
এর পাশাপাশি গত রবিবার ইয়াংগংপোকপি, ইম্ফল পূর্ব, চুড়াচাঁদপুর-সহ একাধিক জেলায় যৌথবাহিনীর তল্লাশি অভিযানে বিপুল সংখ্যায় অস্ত্রশস্ত্র, গোলা-বারুদ ও অন্যান্য যুদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। সেনা-পুলিশের এই যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে, একটি লাইট মিশন বন্দুক, ১২ বোরের সিঙ্গেল ব্যারেল বন্দুক, ৯এমএম পিস্তল, দুটি টিউব লঞ্চার, ও বিপুল পরিমাণ বিস্ফোরক। এছাড়া তেঙ্গনৌপাল জেলায় অসম রাইফেলস ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে একটি কারখানা থেকে উদ্ধার হয় ৩০৩টি রাইফেল ও বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.