Advertisement
Advertisement

জানেন, স্বাস্থ্য পরিষেবায় কত টাকা খরচ করে কেন্দ্র?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে ভারতের স্থান কোথায়?

Bhutan, Nepal spend more than India on health: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 20, 2018 2:13 pm
  • Updated:July 11, 2018 12:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংবাদপত্রের পাতাজুড়ে ‘আচ্ছে দিনে’র বড়বড় বিজ্ঞাপন৷ ‘বিকাশ’ আউড়ে চার বছর পূর্তিতে লম্বা চওড়া ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২০১৯ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দিয়েছেন নানান প্রতিশ্রুতি৷ সংসদে আর্থিক বাজেট পেশ করে দেশবাসীর জন্য বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবিমা দেওয়ার ঘোষণা করে চমক দিয়েছিল মোদির মন্ত্রিসভা৷ কিন্তু, এত সব করলেও জানেন, স্বাস্থ্য পরিষেবায় কত টাকা খরচ করে ভারত সরকার৷ সংখ্যা তথ্যের নিরিখে মোদি সরকারের কান কেটে দিতে পারে প্রতিবেশী নেপাল ও ভূটান৷ পরিসংখ্যান বলছে, কম আয়ের দেশ হলেও স্বাস্থ্য পরিষেবায় ভারতের তুলনায় অনেক বেশি খরচ করে প্রতিবেশী নেপাল ও ভূটান৷

[দলিত নাবালকদের মারধরের ভিডিও পোস্ট, রাহুলের বিরুদ্ধে জারি নোটিস]

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ভারত স্বাস্থ্য পরিষেবায় ০.৯৮ শতাংশ খরচ করলেও নেপাল ও ভুটান গড়ে প্রায় ১.৪ শতাংশ খরচ করে৷ সেন্ট্রাল ব্যুরো অফ হেলথ ইন্টেলিজেন্সের দেওয়া তথ্য বলছে, স্বাস্থ্যে ভুটান ২.৫ শতাংশ, শ্রীলঙ্কা ১.৬ শতাংশ, নেপাল ১.১ শতাংশ খরচ করে৷ সেই তুলনায় বেশ খানিকটা পিছিয়ে ভারত৷ পরিসংখ্যান বলছে, অলাভজনক এই পরিষেবা খাতে ভারতের মোট খরচের মাত্র ০.৯৮ শতাংশ৷

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের স্বাস্থ্যের মান উল্লেখ করে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট বলছে, নেপাল ও ভুটানের কাছে হার শিকার করে ভারত দখল করেছে নবম স্থান৷ বাংলাদেশের তালিকায় সবার শেষে৷ বাংলাদেশ স্বাস্থ্য পরিষেবায় খরচের পরিমাণ মাত্র ০.৪ শতাংশ৷ তালিকায় শীর্ষে রয়েছে মালদ্বীপ৷ মোট জিডিপি’র প্রায় ৯.৪ শতাংশ খরচ স্বাস্থ্য খাতে খরচ করে মালদ্বীপ৷ রিপোর্ট উল্লেখ করা হয়েছে, চাহিদা ও জনসংখ্যা অনুযায়ী ২০২৫ সালের চিকিৎসা পরিষেবায় ভারতকে অন্তত ২.৫ শতাংশ খরচ করতেই হবে৷ তা না হলে ভারতের জন্য অপেক্ষা করছে সব থেকে বড় বপর্যয়৷ যদিও হু-র প্রকাশিত রিপোর্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement