সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই ছত্তিশগড় (Chhattisgarh) বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারি নিয়ে কংগ্রেসকে তোপ দাগেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। রবিবার দুর্নীতির মামলায় এক অভিযুক্ত চাঞ্চল্যকর অভিযোগ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel) বিরুদ্ধে। তাঁর দাবি, বাঘেলই তাঁকে দেশে ছেড়ে দুবাইয়ে যেতে বলেন। ভোটের একদিন আগে বিস্ফোরক অভিযোগে বেজায় অস্বস্তিতে কংগ্রেস (Congress)।
গতকাল দলের প্রচারে গিয়ে মোদি তোপ দাগেন, ছত্তিশগড়ের কংগ্রেস সরকার আমজনতাকে লুট করার কোনও সুযোগ ছাড়ছে না। “মহাদেবের নাম পর্যন্ত ছাড়েনি।” উল্লেখ করেন, “দুদিন আগে রায়পুরে বড়সড় অভিযান হয়েছে। বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গিয়েছে। লোকে বলছে যে এই টাকা জুয়াড়িদের। কংগ্রেস নেতারা এই লুটপাটের টাকা দিয়েই ঘর ভরেছে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ছত্তিশগড়ের জনগণকে জবাব দিতে হবে। এই কেলেঙ্কারির অভিযুক্তরা দুবাইয়ে বসে আছে।”
মোদির এহেন বাণীর পরেই বেটিং অ্যাপ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত শুভম সোনি দুবাই থেকে একটি ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডট ইন) পোস্ট করেন সোশাল মিডিয়ায়। ওই ভিডিওতে বাঘেলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন ইডির মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সোনি। তাঁর দাবি, বাঘেলের পরামর্শেই দুবাইয়ে পালিয়ে গিয়েছেন তিনি। আরও বলেন, তিনিই মহাদেব অ্যাপের ‘প্রকৃত মালিক’।
মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা ছিল। তবে অ্যাপের মালিকের বিলাসবহুল বিয়েতে বলিউড তারকাদের উপস্থিতির পরেই তা বেশি করে নজরে আসে। গতকাল ইডির তরফে দাবি করা হয়, বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। এখনও পর্যন্ত ইডির উদ্ধার করা টাকার পরিমাণ ৪৫০ কোটি। এদিকে তাঁর বিরুদ্ধে যাবতিয় অভিযোগ অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রী বাঘেল।
প্রসঙ্গত, ছত্তিশগড়ে প্রথম দফায় ২০টি আসনে নির্বাচন হবে ৭ নভেম্বর মঙ্গলবার। ওই ২০ আসনের মধ্যে ১২টি আসনই মাওবাদী উপদ্রুত বস্তার ডিভিশনের অন্তর্ভুক্ত। ১৭ নভেম্বর দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৭০ আসনে। ফল ঘোষণা ৩ ডিসেম্বর। গতকালই মাওবাদীদের হাতে বিজেপি নেতার খুনের ঘটনায় রাজ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এদিকে রবিবারই দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস। সেখানে এলপিজি গ্যাসে ভর্তুকি, কৃষিঋণ মকুব, ২০০ ইউনিট অবধি বিদ্যুতের বিল মকুব-সহ একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.