Advertisement
Advertisement
Bhubaneswar

১৫ মহিলাকে বিয়ে, ফুলশয্যার ভিডিও তুলে ব্ল্যাকমেল! কী পরিণতি গুণধরের?

বিয়ের কিছু দিন পর থেকেই শুরু হত নির্যাতন।

Bhubaneswar groom with 15 brides arrested
Published by: Amit Kumar Das
  • Posted:September 17, 2024 4:39 pm
  • Updated:September 17, 2024 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রীতি মেনে প্রথমে বিয়ে। তার পর ফুলশয্যা ও মধুচন্দ্রিমার গোপন ভিডিও ক্যামেরাবন্দি করে ‘স্ত্রী’কে ব্ল্যাকমেল। বছরের পর বছর ধরে টাকা আয়ের এই ‘ব্যবসা’ চালিয়ে যাচ্ছিল ওড়িশার ভুবনেশ্বরের এক যুবক। এভাবে ১৫ জন মহিলাকে বিয়ের জালে ফাঁসিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ‘বর’।

জানা গিয়েছে, সোশাল মিডিয়া ও মেট্রিমোনিয়াল সাইট দেখে মূলত মধ্যবয়সি ও ডিভোর্সি মহিলাকে টার্গেট করত অভিযুক্ত। এর পর কথার জালে ফাঁসিয়ে নিয়ম মেনে বিয়ে ও যৌন সম্পর্কের লিপ্ত হত যুবক। সেই সব ভিডিও ক্যামেরাবন্দি করত অভিযুক্ত। এর পর সেই ভিডিও হাতিয়ার করেই মহিলাদের থেকে চলত টাকা আদায়। সম্প্রতি নির্যাতনের অভিযোগ তুলে এক মহিলা অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হন। এর পরই একে একে প্রকাশ্যে আসে যুবকের কীর্তি।

Advertisement

পুলিশের তরফে জানানো হয়েছে, দিনকয়েক আগে এক মহিলা তাঁদের কাছে এসে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। বিবাহবিচ্ছিন্না ওই মহিলা দাবি করেন, বিচ্ছেদের পর দ্বিতীয় বিয়ের পরিকল্পনা করেছিলেন তিনি। সেই সময় সোশাল মিডিয়ায় ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর। মহিলার কাছে সরকারি আধিকারিক বলে দাবি করেন তিনি। এর পর ফোনে যোগাযোগ ও বিয়েও করেন তাঁরা। তবে কিছুদিন পর থেকেই তাঁর উপর নির্যাতন চালাতে শুরু করে অভিযুক্ত। এই পরিস্থিতিতে মহিলা বাপের বাড়ি চলে গেলে ফুলশয্যার ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে টাকা চাওয়া হয়।

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এর পরই প্রকাশ্যে আসতে থাকে যুবকের কীর্তি। জানা যায়, এভাবেই ১৫ জন মহিলাকে বিয়ে করেছে ওই যুবক। এবং ফুলশয্যার ভিডিও ফাঁস করার হুমকি দিয়ে প্রত্যেকের কাছ থেকে একইভাবে টাকা আদায় করেছে সে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement