সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিডনির সমস্যায় ভুগছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ তাঁর কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ আর সে খবর পেয়ে সুষমা স্বরাজকে কিডনি দিতে এগিয়ে এলেন ভোপালের এক ট্রাফিক সার্জেন্ট৷ নাম গৌরব দাঙ্গি৷
গত মঙ্গলবারই কিডনির সমস্যা নিয়ে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় সুষমা স্বরাজকে৷ গত মঙ্গলবার বিদেশমন্ত্রী টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য শেয়ার করা হয়৷ সূত্রের খবর, দীর্ঘ ২০ বছর ধরে ডায়বেটিসের সমস্যায় ভুগছিলেন তিনি৷ তা থেকেই কিডনির সমস্যা দেখা দেয় তাঁর৷ বিষয়টি নিয়ে আশঙ্কার কিছু না থাকলেও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজনের কথা জানান এইএমসের চিকিৎসকরা৷ ৬৪ বছররে বিদেশমন্ত্রীর চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছে ৪ জন চিকিৎসকের একটি বিশেষ দল৷
সুষমাকে কিডনি দিতে আগ্রহী ভোপালের ট্রাফিক সার্জেন্টের বক্তব্য, দেশের স্বার্থেই সুষমাজির সুস্থ থাকা প্রয়োজন৷ আর দুজনের ব্লাড গ্রুপ এক হওয়ায় তাঁর মাথায় এই কিডনি দান করার কথা মাথায় আসে বলে জানান গৌরব দাঙ্গি৷ এদিকে যাঁরা সুষমা স্বরাজকে কিডনি দিতে ইচ্ছা প্রকাশ করেছেন বৃহস্পতিবার বিদেশমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁদের ধন্যবাদজ্ঞাপন করা হয়েছে৷
Some friends have also offered their kidneys for my transplant. I have no words to express my deep sense of gratitude towards them.
— Sushma Swaraj (@SushmaSwaraj) November 17, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.