Advertisement
Advertisement

Breaking News

বিজেপিতে যোগ দিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষেণ

এর আগে ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন তিনি।

Bhojpuri actor Ravi Kishan joins Bharatiya Janata Party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 19, 2017 5:37 am
  • Updated:February 19, 2017 5:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোজ তিওয়ারির পর এবার আরেক ভোজপুরি সুপারস্টার রবি কিষেণ নাম লেখালেন গেরুয়া শিবিরে। রবিবার ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিলেন এই বিখ্যাত অভিনেতা। তাঁর বিজেপিতে যোগদানের কথা আগেই ফাঁস করেছিলেন বিজেপি নেতা তথা ভোজপুরি সুপারস্টার মনোজ তিওয়ারি।

C5ALL_eWYAEwLBq

কোনও রাজনৈতিক দলে রবি কিষেণের যোগদান এটাই প্রথম নয়। এর আগে ২০১৪ সালে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানের একজন অন্যতম মুখ।

C5ALNXwWYAAxMHC

ভোজপুরি ইন্ডাস্ট্রির এই অন্যতম সফল অভিনেতা মনোজ তিওয়ারি এবং কুণাল সিংয়ের পদাঙ্কই অনুসরণ করেছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবার সক্রিয়ভাবে তাঁকে রাজনীতির আঙিনায় দেখা যাবে বলে ভক্তদের প্রত্যাশা বাড়িয়েছেন রবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement