Advertisement
Advertisement
Shiv Sena

ভারতরত্ন দিতে হবে সাভারকারকে, শিণ্ডে শিবিরের প্রথম বৈঠকেই প্রস্তাব শিব সেনার

মঙ্গলবারই ছিল শিণ্ডের নেতৃত্বে শিব সেনার প্রথম কার্যকারিণী বৈঠক।

Bharat Ratna to Savarkar: Shinde Sena's proposals in first national executive meet। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:February 22, 2023 9:10 am
  • Updated:February 22, 2023 9:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনায়ক দামোদর সাভারকারকে (Vinayak Damodar Savarkar) ভারতরত্ন (Bharat Ratna) দেওয়ার প্রস্তাব উঠল একনাথ শিণ্ডের নেতৃত্বে শিব সেনার (Shiv Sena) প্রথম কার্যকারিণী বৈঠকে। দলের প্রতীক ও নাম পাওয়ার পর এটাই শিণ্ডে শিবিরের প্রথম বৈঠক। আর সেই বৈঠকেই প্রস্তাব রাখা হল সাভারকারকে ভারতরত্ন দেওয়ার।

এছাড়াও এই বৈঠকে প্রস্তাব রাখা হয়েছে মুম্বইয়ের চার্চগেট স্টেশনের নাম বদলে প্রাক্তন অর্থমন্ত্রী চিন্তামনরাও দেশমুখের রাখার। এছাড়াও মারাঠি ভাষাকে অভিজাত ভাষার স্বীকৃতি দেওয়া কিংবা রাজ্যের ভূমিপুত্রদের ক্ষেত্রে চাকরির সংরক্ষণ ৮০ শতাংশ করার প্রস্তাবও রাখা হয়েছে বৈঠকে। তবে নিঃসন্দেহে সমস্ত প্রস্তাবের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সাভারকারের নাম ‘ভারতরত্ন’ হিসেবে বিবেচনার প্রস্তাব। উল্লেখ্য, এর আগে উদ্ধব ঠাকরের শিব সেনাও একই দাবি রেখেছিল।

Advertisement

[আরও পড়ুন: আফস্পা প্রত্যাহারে আরও অন্তত ৩-৪ বছর, ভোটমুখী নাগাল্যান্ডে বললেন অমিত শাহ]

উল্লেখ্য, গত বছরের জুনে মহারাষ্ট্রের (Maharashtra) তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে (Eknath Shinde)। অবশেষে সেই অনুমতি তাঁকে দিয়েছে কমিশন। গত কয়েক মাসের দ্বন্দ্বের অবসান ঘটেছে। যদিও উদ্ধব শিবিরের দাবি, নির্বাচন কমিশন ২ হাজার কোটি টাকার বিনিময়ে নাম-প্রতীক শিণ্ডে শিবিরকে দিয়েছে। আর এই দাবি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

[আরও পড়ুন: ‘আমাকে মারতে ভাড়াটে খুনি নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রীর ছেলে’, চাঞ্চল্যকর অভিযোগ সঞ্জয় রাউতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement