Advertisement
Advertisement
BJP

জি-২০’র ‘ভারত’ মোদিকে সংবর্ধনায় হল ‘ইন্ডিয়া’, দ্বন্দ্ব বিজেপি শিবিরে

দলের প্রেস বিজ্ঞপ্তিতেও ভারতের বদলে বারবার উল্লেখ করা হয় ইন্ডিয়া।

Bharat or India Now conflict within the BJP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 14, 2023 9:36 am
  • Updated:September 14, 2023 11:48 am  

নন্দিতা রায়, নয়াদিল্লি: ভারত (Bharat) নাকি ইন্ডিয়া (India)। ধন্ধে গেরুয়া শিবির। সম্প্রতি রাজধানীতে জি-২০ সামিটে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্র থেকে মূল মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেমপ্লেট। রাষ্ট্র নেতাদের পুস্পস্তবক থেকে প্রগতি ময়দানের আনাচে কানাচে ভারত নাম জ্বল জ্বল করলেও বুধবার সামিটের সাফল্যের জন্য বিজেপির (BJP) তরফে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার মঞ্চ থেকে উধাও ভারত। সেখানে ফিরে এলো ‘ইন্ডিয়া’। এমনকী, দলের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেও ভারতের বদলে বারবার উল্লেখ করা হয় ইন্ডিয়া। আপাতত বিতর্ক এড়াতেই গেরুয়া শিবিরের ভোলবদল বলে সূত্রের খবর।

এদিন প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি বৈঠকে বসে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বৈঠকে ছিলেন মোদি। এছাড়াও মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড় ও তেলেঙ্গানার শীর্ষনেতৃত্ব হাজির ছিলেন। মূলত মধ্যপ্রদেশে দলের নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

Advertisement

[আরও পড়ুন: গণপিটুনিতে জড়িত থাকলে ১০ বছর পর্যন্ত জেল, কঠোর আইন আনছে কেন্দ্র]

বৃহস্পতিবার ভোটমুখী মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে বুধবার দলের জাতীয় নির্বাচন কমিটির বৈঠকে তাই বিশেষ আমন্ত্রিত হিসাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজস্থান ও ছত্তীসগড় এবং তেলেঙ্গানার বিজেপি নেতাদের ডাকা হয়। বৈঠকে চার রাজ্যের নেতৃত্বের কাছ থেকে সংগঠন নিয়ে খুটিনাটি খবর নেন। সেইসঙ্গে মধ্যপ্রদেশে দলের প্রার্থী নিয়ে আলোচনা হয়। বেশকিছু আসনে প্রার্থী চূড়ান্ত হয়।

আগেই রাজস্থানের প্রার্থী তালিকা ঘোষণা করেছে গেরুয়া শিবির। চলতি মাসেই মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে বিজেপি সূত্রের খবর। তারপরই তেলেঙ্গানার প্রার্থী চূড়ান্ত হবে। তবে বৈঠকে লোকসভা নির্বাচন এগিয়ে এনে একসঙ্গে ভোট করলে দল কতখানি লাভবান হতে পারে তা নিয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে চলতি মাসে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে ফের আলোচনা হবে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে বৈঠকে ঠিক হয়। যদিও এই ব্যাপারে প্রধানমন্ত্রী কোনও মতামত দেননি বলে জানান দলের এক শীর্ষনেতৃত্ব।

[আরও পড়ুন: G-20 সম্মেলনের সফল আয়োজনের নেপথ্য মোদি, ফুলের বৃষ্টিতে প্রধানমন্ত্রীকে স্বাগত বিজেপির]

এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দলের সর্ববারতীয় সভাপতি জে পি নাড্ডা, সাধারন সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ সহ শীর্ষনেতৃত্ব। তবে এদিন চর্চার বিষয় ছিল দেশের নাম। ইন্ডিয়া নাকি ভারত? দল কোন নামের পাশে থাকবে, নতুন করে তা নিয়ে ঘনাচ্ছে বিতর্ক। কারণ জি-২০ সামিটের সর্বত্র ইন্ডিয়ার জায়গায় ভারত নামের উল্লেখ থাকলেও এদিন দলের তরফে সংবর্ধনা সভায় সর্বত্র ইন্ডিয়া উল্লেখ থাকায় বিষয়টি কারও নজর এড়ায়নি। প্রশ্ন উঠেছে, তাহলে কি দল ইন্ডিয়া নামের পাশেই থাকছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement