Advertisement
Advertisement

Breaking News

জাতীয় সংগীত গেয়ে বিক্ষোভ দমন

তুমুল বিক্ষোভের মাঝে মাইক হাতে জাতীয় সংগীত পুলিশ কর্তার, থেমে গেল অশান্তি

বেঙ্গালুরুর (সেন্ট্রাল) ডিসিপি চেতন সিং রাঠোরের প্রশংসায় নেটিজেনর।

Bengaluru's top cop exceptionally sings National Anthem to curb anti CAA protest
Published by: Sucheta Sengupta
  • Posted:December 20, 2019 11:37 am
  • Updated:December 20, 2019 11:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে শুরু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে পুলিশের দমনপীড়নও। লখনউ এবং ম্যাঙ্গালুরু – দেশের দু’প্রান্তের দুই শহরে ইতিমধ্যেই পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। কিন্তু এর বিপরীত ছবিও আছে।

শুধু লাঠিচার্জ বা কাঁদানে গ্যাস ছোঁড়াই নয়, বিক্ষোভ দমনে বেঙ্গালুরুর পুলিশ আধিকারিক যা করছেন, তা সত্যিই অভিবাদনযোগ্য। ধরপাকড়ের পথে না হেঁটে তিনি মাইক্রোফোন হাতে গেয়ে চলেছেন জাতীয় সংগীত। দিচ্ছেন শান্তি বজায় রাখার বার্তা। আর তাঁর এই ভূমিকা এত অশান্তির মধ্যেও আলোর পথ দেখাচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ব্রহ্মস-এর পর এবার শত্রুশিবিরে কাঁপন ধরাবে ঘাতক ‘পিনাক’]

বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরুতে CAA বিরোধী মিছিল শেষের পরই ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করেছে পুলিশ। তাঁকে হেনস্তার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ নিয়ে যখন তোলপাড় প্রায় গোটা দেশ, বেঙ্গালুরু-সহ দেশের দক্ষিণাংশের আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, একত্রে জমায়েত করে পরিবেশ অশান্ত করে তোলা হচ্ছে, বিক্ষোভ দমনে পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে, ঠিক সময়েই কর্ণাটকের রাজধানী শহরে ডিসিপি পদমর্যাদার আধিকারিকের ‘গান্ধীগিরি’ মন জয় করেছে বিক্ষোভকারীদেরই।

কী এমন করেছেন বেঙ্গালুরুর (সেন্ট্রাল) ডিসিপি চেতন সিং রাঠোর? ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যেখানে CAA বিরোধী আন্দোলন দমনে পুলিশ ক্রমাগত অত্যাচারের পথে হেঁটেছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, কাঁদানো গ্যাস ছোঁড়ার পালা শেষই হচ্ছে না, সেখানে এই একই কাজ করছে চেতন সিং রাঠোর, কিন্তু একেবারে অন্য পথে হেঁটে। পাবলিক অ্যাড্রেস সিস্টেম হাতে তুলে নিয়ে চেতন গেয়েছেন জাতীয় সংগীত – ‘জনগণমন অধিনায়ক জয় হে/ ভারত ভাগ্যবিধাতা’। আর তাতেই বিক্ষুব্ধ জনতা এক মুহূর্তে থমকে গিয়ে, মাথা নিচু করে চলে গিয়েছেন এলাকা ছেড়ে। ফের যখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, আবারও ডিসিপি গেয়ে উঠছেন – ‘জনগণমন অধিনায়ক জয় হে…’। তাতেই আন্দোলনের নামে অশান্তির আঁচ নিভে যাচ্ছে।

[আরও পড়ুন: ‘নেপাল-ভুটান দিয়ে অনুপ্রবেশ’, ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে বললেন অমিত শাহ]

শুধু এখানেই নিজের কাজ থামাচ্ছেন না ডিসিপি চেতন সিং রাঠোর। তিনি এও বোঝাচ্ছেন যে এই বিক্ষোভ, অশান্তির রাস্তায় হেঁটে আন্দোলন শুরু করলে তা মোটেই ফলপ্রসূ হবে না। বরং এই অশান্তির সুযোগে সমাজবিরোধীরা আরও সক্রিয় হয়ে এই দলের সঙ্গে মিশে যেতে পারে। তাতে বরং লক্ষ্যভ্রষ্ট হওয়ার আশঙ্কা বেশি। তাই শান্তিপূ্র্ণ আন্দোলন করার আহ্বান জানিয়েছেন তিনি। সর্বভারতীয় এক সংবাদ সংস্থার ক্যামেরায় চেতন সিং রাঠোরের এই ভূমিকা মন কেড়েছে নেটিজেনদের। তাঁদের বক্তব্য, আন্দোলন কীভাবে সামলাতে হয়, বেঙ্গালুরুর এই পুলিশ অফিসারকে দেখে শিখুন অন্যান্য পুলিশকর্মীরা। প্রকৃত দেশপ্রেমকে হাতিয়ার করে ডিসিপি-র ভূমিকা এই অশান্তির সময়ে বড় কম প্রাপ্তি নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement