Advertisement
Advertisement

বেঙ্গালুরুর প্রথম মহিলা ট্যাক্সি চালকের রহস্যমৃত্যু

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ভারতী৷ কিন্তু, ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই খবর৷

Bengaluru's First Woman Taxi Driver Found Dead, She Worked With Uber
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 28, 2016 1:33 pm
  • Updated:June 28, 2016 1:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল বেঙ্গালুরুর প্রথম মহিলা ট্যাক্সি চালকের মৃতদেহ৷ মৃত ভারতী বীরথ বেঙ্গালুরুতে ওই বাড়িতেই ভাড়া থাকতেন বলে পুলিশ সূত্রের খবর৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ভারতী৷ কিন্তু, ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই খবর৷

অন্ধপ্রদেশের বাসিন্দা ভারতীয় ১০ বছর আগে বেঙ্গালুরু আসেন৷ প্রথমে দরজি হিসেবে কাজ করতেন৷ পরে এক স্বেচ্ছাসেবি সংস্থার সাহায্যে গাড়ি চালাতে শেখেন৷ দুই বছর আগে বেঙ্গালুরুর প্রথম মহিলা ট্যাক্সি চালক হিসেবে উবের-এ যোগ দেন৷ এর জন্য খবরেও উঠে আসে তাঁর নাম৷

Advertisement

বেঙ্গালুরুর যে বাড়িতে ভারতীর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সেখানেই একা ভাড়া থাকতেন তিনি৷ তাঁর ঝুলন্ত মৃতদেহ সবার প্রথমে দেখতে পান বাড়ির মালিকই৷ রবিবার থেকে ভারতীর কোনও সাড়াশব্দ না পেয়ে সোমবার তাঁর ঘরে খোঁজখবর নিতে যান মালিক৷ ঘরে ঢুকেই ভারতীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা মনে হলেও খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement