সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঘাতক সেলফি। এবারও দুর্ঘটনা ঘটল সেই বেঙ্গালুরুতেই। শহরের উপকণ্ঠে একটি জলপ্রপাতের সামনে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের।
[ফের সেলফি কাড়ল প্রাণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন বালকের]
বেঙ্গালুরু শহরের খুব কাছেই চিন্নাগিরি জলপ্রপাত। গত দু’মাস ধরে লাগাতার বৃষ্টিতে এখন রীতিমতো স্রোতস্বিনী হয়ে উঠেছে জলপ্রপাতটি। পুলিশ জানিয়েছে, বন্ধুদের সঙ্গে চিন্নাগিরিতে ঘুরতে গিয়েছিলেন নবীন কুমার নামে ওই যুবক। মঙ্গলবার সকালে ওই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে সেলফি তোলার শখ হয় নবীন ও তাঁর বন্ধুদের। এমন সৌন্দর্যের সাক্ষী হতে জলপ্রপাতকে পিছনে রেখে সেলফি তোলার জন্য একটি টিলায় ওঠেন তাঁরা। আর তখনই ঘটে বিপর্যয়! ছবি তুলতে গিয়ে পা পিছলে জলপ্রপাতের নিচে পড়ে যান নবীন। প্রায় সঙ্গে সঙ্গে মারা যান তিনি।
[রাজনাথ সিংকে ‘গার্ড অফ অনার’ দিতে নারাজ রাজস্থানের পুলিশকর্মীরা]
কয়েক দিন আগে বেঙ্গালুরু থেকে ৩০ কিলোমিটার দূরে বিদাদিতে রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন তিনজন বালক। সেলফি নেশায় মশগুল ওই তিন বালক খেয়ালই করেনি, যে পিছন থেকে ছুটে আসছে ট্রেন। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তিনজনেরই। দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল, প্রথমে মৃতদের শনাক্তই করা যাচ্ছিল না। তারআগে বেঙ্গালুরুরই রামানাগরা জেলার রামাগোন্ডলু এলাকায় সেলফিতে তুলে গিয়ে জলাশয়ে তলিয়ে গিয়েছিল এক কিশোর।
[পিঠে ভারী ব্যাগ নিয়ে অসুস্থ হয়ে মৃত্যু ছাত্রীর, হুলস্থূল স্কুলে]
শুধু বেঙ্গালুরুতেই নয়, সারা দেশের সেলফি তুলতে গিয়ে মৃত্যুর ঘটনা বাড়ছে। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গিয়েছে, গত দু’বছরে সেলফি তুলতে গিয়ে সারা বিশ্বে যতজনের মৃত্যু হয়েছে, তার তুলনায় গত একবছরে ভারতের মৃত্যুর সংখ্যা বেশি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, যে উত্তরপ্রদেশের মোরাদাবাদে রেললাইন, হাইওয়ে বা অন্য কোনও বিপজ্জনক জায়গায় সেলফি তুললে যুবক-যুবতীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে পুলিশ। কিন্তু, এতকিছুর পরও যে আজকের প্রজন্ম সেলফির মারণ নেশায় থেকে বেরিয়ে আসতে পারছে না, বেঙ্গালুরুর এই ঘটনাই তা আরও একবার প্রমাণ করল।
[ভারতীয়দের ঘাম-রক্তেই তৈরি তাজমহল, ড্যামেজ কন্ট্রোলে আদিত্যনাথ]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.