Advertisement
Advertisement

Breaking News

পাত্রের পছন্দ নয় পাত্রীর পোষ্য, ভাঙল বিয়ে

বিবাহ পরবর্তী ঝামেলা এড়াতে করিশমা এখন যে দৃঢ় সিদ্ধান্ত নিতে পেরেছেন, তাতেই অজস্র সাধুবাদ জমা পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷

Bengaluru Woman rejected to marry a guy as he dosen't like her Dog
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 13, 2016 9:02 pm
  • Updated:September 13, 2016 9:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাত্রের পছন্দ ছিল পাত্রীকে৷ পাত্রীও হবু বরকে অপছন্দ করেনি৷ কিন্তু ‘কাবাব মে হাড্ডি’ হল এক সারমেয়৷ পাত্র নারাজ পাত্রীর পোষ্যকে মেনে নিতে৷ আর যে পাত্র তার পোষ্য মেনে নেবে না তার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে তীব্র আপত্তি পাত্রীর৷ ফলে শেষমেশ ভেঙেই গেল বিয়েটা৷

বেঙ্গালুরুর করিশমা ওয়ালিয়ার নাম এখন সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত৷ কেননা বিয়েটা ভেঙেছেন তিনিই৷ জীবনে সঙ্গী বা সঙ্গিনী খুঁজে নেওয়ার সময় সকলেই ভাল করে বুঝে নিতে চান৷ দু’টো জীবন এক হওয়ার আগে একে অপরের ভাল-লাগা, মন্দ-লাগা খতিয়ে দেখে নিতে চান৷ কেননা দাম্পত্য মানেই অনেকখানি কম্প্রোমাইজ, ব্যক্তিগত ইচ্ছে-অনিচ্ছে কাটছাঁট করে দু’জনে মিলে এক পথে সামিল হওয়া৷ কিন্তু সেখানে যে একটি সারমেয় কাঁটা হয়ে দাঁড়াবে কে জানত! সম্প্রতি হবু বরের সঙ্গে তাঁর কথোপকথনের একটি স্ক্রিনশট ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ তাতে দেখা যাচ্ছে, বিয়ে তাঁর ঠিক হয়েই গিয়েছিল প্রায়৷ পাত্রের শুধু পছন্দ ছিল না হবু স্ত্রীর পোষ্যপ্রেম৷ কুকুরের সঙ্গে বিছানা ভাগাভাগি করা ঘোর না-পসন্দ ছিল তাঁর৷ এছাড়া কুকুর নিয়ে পাত্রের মায়েরও কিছু সমস্যা ছিল৷ ফলত বিয়েটা করতে হলে পোষ্যকে ছাড়তে হত করিশমাকে৷ যে মানুষ তাঁর পোষ্যকে ভালবাসে না, তাঁর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে আবার ঘোর আপত্তি করিশমার৷ফলে বিয়েটা ভাঙতে দ্বিধা করেননি৷ এমনকী সিদ্ধান্ত নিতে বিশেষ সময়ও নেননি,  সোশ্যাল মিডিয়ার চ্যাটেই নিজের মতামত জানিয়ে দেন তিনি৷

Advertisement

14355189_10153678353467038_5170189149752209695_n

সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়ার পর বহু লোক করিশমার পক্ষেই মুখ খুলেছেন৷ কী করে একজন কুকুরকে ভালবাসতে না পারেন, তাই-ই অনেকের কাছে বিস্ময়৷ তবে করিশমার সিদ্ধান্ত নেওয়ার সাহসকে তারিফ করেছেন বহুজন৷ কেননা বিবাহের মতো একটি প্রতিষ্ঠানকে অগ্রাহ্য করা সহজ নয়, তাও আবার পোষ্যের কারণে বিয়ে ভেঙে দেওয়া প্রায় নজিরবিহীন৷ তবে বিবাহ পরবর্তী ঝামেলা এড়াতে করিশমা এখন যে দৃঢ় সিদ্ধান্ত নিতে পেরেছেন, তাতেই অজস্র সাধুবাদ জমা পড়ছে সোশ্যাল মিডিয়ায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement