সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা, মুম্বইয়ের পরে এবার বেঙ্গালুরু। রাতের শহরে ফের আক্রান্ত মহিলারা। এবার এক মহিলা যাত্রীকে হেনস্তার অভিযোগ উঠল এক অটোচালকের বিরুদ্ধে।জানা গিয়েছে, শনিবার রাতে একটি পাব থেকে ফিরছিলেন ওই তরুণী। বাড়ি ফেরার পথেই তাঁকে হেনস্তা করে অটোচালক। আপাতত গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কোরমঙ্গল এলাকায়। শনিবার রাতে একটি পাবে গিয়ে পার্টি করেছিলেন ওই তরুণী। তার পরে নিজের স্কুটিতে চেপেই রওনা দেন বাড়ির দিকে। কিন্তু মাঝরাস্তায় বিপত্তি। পথের মধ্যেই ছোট একটি দুর্ঘটনার কবলে পড়েন ওই তরুণী। বাধ্য হয়ে নিজের স্কুটি থেকে নেমে অটো ধরতে বাধ্য হন। ওই সময়ে তরুণী খানিকটা বেহুঁশ ছিলেন বলে দাবি পুলিশের।
সেই বিষয়টা দেখেই ওই তরুণীকে অটো থেকে নামিয়ে একটি গুদামে নিয়ে যায় অটোচালক। সেখানেই ওই তরুণীকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। আপাতত তরুণীর শারীরিক পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। ঘটনার তদন্তও শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ। তবে এখনও ধরা পড়েনি অভিযুক্ত অটোচালক।
উল্লেখ্য, আর জি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের। পরদিন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। সেই সময় প্রায় বিবস্ত্র অবস্থায় ছিলেন তিনি। সেই ঘটনার পর থেকে বারবার প্রশ্ন উঠেছে, রাতের শহরে মেয়েরা কি আদৌ নিরাপদ? সেই প্রশ্ন আরও উসকে দিয়েছে বেঙ্গালুরুর এই ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.