ছবি: সংগৃহীত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীতে ছবি তোলা এবং তুলে দেওয়া নতুন প্রজন্মের অন্যতম প্যাশান। তাতেই বাধা হয়ে দাঁড়ান বাবা-মা। নতুন বছরে শপিং মলে গিয়ে ছবি তুলতে চেয়েছিলেন এক তরুণী। না করে দেন অভিভাবকেরা। তাতেই অভিমানে আত্মহত্যা করলেন তিনি। পাড়ার তরতাজা মেয়েটির অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে বেঙ্গালুরুর (Bengaluru) সুধামনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম বর্ষিণী (২১)। বেঙ্গালুরুর একটি কলেজের স্নাতক স্তরের পড়ুয়া তিনি। পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি নিয়েও প্রশিক্ষণ নিয়েছিলেন। নতুন বছরে শপিং মলে ফটোশুট করবেন বলে ঠিক করেছিলেন। যদিও বাবা-মা আপত্তি করেন। এই বিষয়ে একচোট বচসার পর নিজের ঘরে চলে যান তরুণী। বহু ক্ষণ কোনও সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। এর পর ঘরের ভিতর থেকে তরুণীর নিথর দেহ উদ্ধার হয়।
যদিও ওই ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি। তরুণী কি ফটোশুট না করতে পেরেই আত্মঘাতী হয়েছেন? মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে উত্তর খুঁজছে পুলিশ। মৃত্যুর আগে ফোনে কারও সঙ্গে যোগাযোগ করেছিলেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.