Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

দাবদাহে কাতর বেঙ্গালুরু, সর্বকালীন রেকর্ড গড়ল তাপমাত্রা

প্রবল গরম ও তীব্র জলকষ্টে বেঙ্গালুরুর বাসিন্দাদের অবস্থা শোচনীয়। 

Bengaluru records highest temperature of 41.8 degree celsius

প্রতীকী ছবি

Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:May 1, 2024 5:25 pm
  • Updated:May 1, 2024 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবদাহে কাতর বেঙ্গালুরু! সর্বকালীন রেকর্ড গড়ে পারদ ছুঁয়েছে প্রায় বেয়াল্লিশ ডিগ্রি। একে তীব্র জলকষ্ট, তার মধ্যে সূর্যদেবের রুদ্রমূর্তী, সব মিলিয়ে বেঙ্গালুরুর বাসিন্দাদের অবস্থা শোচনীয়।          

হাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার বেঙ্গালুরুর (Bengaluru) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৮ ডিগ্রি। তবে ক্ষেত্র বিশেষে পারদের অবস্থানে কিছুটা হেরফেরও ছিল। যেমন শহরের বিদারাহাল্লি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৪১.৩ ডিগ্রিতে।    

Advertisement

বলে রাখা ভালো, একে তীব্র জলসংকট। জলকষ্টে ভুগছে একাধিক গ্রাম, এমনকী বড় বড় প্রযুক্তি কেন্দ্রগুলোও। এর মাঝেই গত মার্চ মাস থেকে অস্বাভাবিক তাপপ্রবাহে পুড়ছে বেঙ্গালুরু। মার্চ মাসে সাধারণত প্রযুক্তি নগরীতে নাতিশীতোষ্ণ আবহাওয়া থাকে। না বেশি গরম। না বেশি ঠান্ডা। এই পরিবেশেই অভ্যস্ত সকলে। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই অস্বাভাবিক হারে গরম পড়তে শুরু করেছে সেখানে। এবার এপ্রিল মাসে রেকর্ড গড়ে তাপমাত্রার পারদ প্রায় ৪২ ডিগ্রি ছুঁয়েছে।  

[আরও পড়ুন: ‘ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়া’, কোভিশিল্ডের বিরুদ্ধে এবার শীর্ষ আদালতে মামলা দায়ের]

এদিকে, গরম পড়তেই সকলের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছিল কর্নাটকের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফে। সেখানে বলা হয়েছে, প্রবল গরমে শরীরকে হাইড্রেট রাখতে, বেশি করে জল খেতে হবে। পাশাপাশি লেবুর জল, ফলের রস, লস্যি, শাক-সবজি ইত্যাদি খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যে সমস্ত ফল ও সবজিতে জলের পরিমাণ বেশি রয়েছে সেগুলো খেতে বলা হয়েছে। গরমে বাইরে বেরলে হালকা সুতির পোশাক পরার কথাও বলা হয়েছে। রোদে মুখ ও মাথা ঢেকে রাখার কথা বলা হয়েছে। প্রয়োজন না হলে বাইরে না বেরনের নির্দেশও দেওয়া হয়েছে। গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যাক্তি ও শিশুদের এসময় বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement