Advertisement
Advertisement

Breaking News

গণ শ্লীলতাহানি কাণ্ডের জের, বেঙ্গালুরুতে বাতিল ডেভিড গোয়েত্তার কনসার্ট

কনসার্টের বিষয়ে শেষমুহূর্তে জানানো হয়েছে পুলিশকে৷

Bengaluru police denied permission for david guetta's concert
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 13, 2017 1:05 pm
  • Updated:January 13, 2017 1:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষবরণের রাতে শ্লীলতাহানির ঘটনা ও তার পরবর্তী বিতর্কিত পরিস্থিতির জেরে বেঙ্গালুরুতে বাতিল হল ফরাসি ডান্স জকি ডেভিড গোয়েত্তার অনুষ্ঠান৷

জনপ্রিয় ওই ফরাসি ডিজে দেশের চারটি শহরে কনসার্ট করার জন্য চুক্তিবদ্ধ হয়ে সম্প্রতিই এসেছেন ভারতে৷ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠান করার পর মুম্বই, হায়দরাবাদ এবং নয়াদিল্লিতে অনুষ্ঠান করার কথা তাঁর৷ কিন্তু, অন্যান্য শহরে ওই অনুষ্ঠানের অনুমতি মিললেও বেঙ্গালুরু পুলিশ গোয়েত্তার চ্যারিটি কনসার্টের অনুমতি দেয়নি আয়োজক সংস্থা সানবার্নকে৷

Advertisement

কারণ হিসাবে প্রশাসন স্থানীয় কৃষি-ব্যবসায়ী সংগঠনের নির্বাচনের কথা জানালেও সানবার্নের সিইও করণ সিংয়ের দাবি, শহরে আইনশৃঙ্খলা জনিত বিরূপ পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত৷ বর্ষবরণের রাতে হওয়া বেঙ্গালুরুর শ্লীলতাহানির একাধিক ঘটনা, এবং সেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার পরই বিষয়টি নিয়ে সরব হন কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য বেশ কয়েকজন রাজনীতিবিদ৷ ঘটনার জন্য পুলিশের দোষ না দেখে তরুণ প্রজন্মের অন্ধ পশ্চিমি সংস্কৃতি প্রীতিকেই দায়ী করেন তাঁরা৷ সানবার্নের ধারণা ফরাসি ডিজে-র কনসার্ট বাতিলের সিদ্ধান্তের কারণও সেটাই৷

যদিও বেঙ্গালুরুর রুরাল পুলিশ সুপার জানিয়েছেন, কনসার্টের বিষয়ে শেষমুহূর্তে জানানো হয়েছে পুলিশকে৷ কৃষি-ব্যবসায়ী সংগঠন এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেটিং কমিটির নির্বাচনের নির্ঘণ্ট অনেকদিন আগে থেকেই নির্ধারিত৷ ১৮০টি বুথে হওয়া ওই নির্বাচনে নিরাপত্তা দিতে হবে৷ একই দিনে ওই কনসার্ট হলে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করতে অসুবিধা হবে৷ সে জন্যই অনুমতি দেওয়া হয়নি৷ তাছাড়া অনুষ্ঠানের কথা শেষ মুহূর্তে জানানো হয়েছে পুলিশ ও প্রশাসনকে৷ গত ১০ জানুয়ারি এব্যাপারে সানবার্ন যোগাযোগ করে পুলিশের সঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement