Advertisement
Advertisement
Bengaluru Cyber Fraud

হোয়াটসঅ্যাপে আসা লিঙ্কে ক্লিক করতেই সর্বস্বান্ত, ৫ কোটি ২০ লক্ষ উধাও ব্যবসায়ীর!

এক মাস ধরে ফাঁদ পেতে প্রতারণা।

Bengaluru Cyber Fraud: Bengaluru man loses Rs 5.2 crore after downloading a stock market app

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:April 25, 2024 1:58 pm
  • Updated:April 25, 2024 2:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোভে পাপ, পাপে সাইবার প্রতারণার শিকার! হামেশা ঘটছে। দেশজুড়ে। এবারের ঘটনা বেঙ্গালুরুর (Bengaluru Cyber Fraud)। হোয়াটসঅ্যাপে আসা একটি লিঙ্কে ক্লিক করেন এক ব্যবসায়ী। তাতেই অ্যাকাউন্ট থেকে খোয়া গেল ৫ কোটি ২০ লক্ষ টাকা। সর্বাস্বান্ত ব্যক্তি এফআইআর দায়ের করেছেন পুলিশে। তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত খোঁজ মেলেনি অপরাধ চক্রের।

বেঙ্গালুরু পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত ব্যক্তি বেঙ্গালুরুর জয়নগরের বাসিন্দা। গত ১১ মার্চ ব্যবসায়ীর কাছে হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। যার মোদ্দা কথা, শেয়ার বাজার থেকে দ্রুত এবং বেশি লাভ তোলার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। সেই অ্যাপের লিঙ্ক দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ মেসেজে। এই সূত্রেই ‘ওয়াই-৫ এভার ক্রোর ফিনান্সিয়াল লিডার’ ১৬০ জনের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হন ব্যবসায়ী। সম্প্রতি তিনি শেয়ার বাজারে বিনিয়োগ শুরু করায় উৎসাহী ছিলেন বেশি। তাতেই পুড়ল কপাল।

Advertisement

 

[আরও পড়ুন: অরুণাচল প্রদেশে বিধ্বংসী ভূমিধস! দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন চিন লাগোয়া জেলা]

যদিও শুরুতে লিঙ্ক ডাউনলোডের ব্যাপারটি এড়িয়ে গেছিলেন যুবক। কিন্তু হোয়াটসঅ্য়াপ গ্রুপে নানা বার্তা আসতে শুরু করে। এর পর ফোন আসা শুরু হয়। ফোনে শেয়ার বাজারের আয় বাড়াতে অ্যাপ ডাউনলোডের অনুরোধ আসে ব্যবসায়ীর কাছে। এছাড়াও বিভিন্ন নম্বর থেকে লোভনীয় প্রস্তাব আসা শুরু হয়েছিল। এভাবে প্রায় এক মাস ধরে ফাঁদ পাতেন প্রতারকেরা। শেষ পর্যন্ত গত গত ২ এপ্রিল সাড়া দেন ব্যবসায়ী।

 

[আরও পড়ুন: লোগো ব্যবহার করে ‘ভুয়ো’ বিজ্ঞাপন! বিশেষ সতর্কতা জারি করল এলআইসি

বাড়তি লাভের আশায় বিওয়াইএস-অ্যাপ ডট কম নামের একটি ওয়েবসাইট থেকে প্রতারক অ্যাপটি ডাউনলোড করেন। সেখানে ক্লিক করার পরই তাঁকে ৫.২ কোটি টাকা একটি ভুয়ো অ্যাকাউন্টে জমা করাতে বলা হয়। সেই কাজ করেই ফেঁসে যান ব্যবসায়ী। এর ফলে লাভ তো দূরের কথা, বিনিয়োগ করা অর্থও ফিরে পাননি। একটা সময় তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement