সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা হলে গিয়েছিলেন ছবি দেখে মন ভাল করতে। কিন্তু বিনোদনের পরিবর্তে সোজা শ্রীঘরে পৌঁছলেন এক দর্শক। তাঁর ‘অপরাধ’ ছবি শুরুর আগে জাতীয় সংগীতের সময় তিনি উঠে দাঁড়াননি।
সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো এবং তাঁকে উঠে দাঁড়ানো নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে অতীতে। এমনকী বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে যায়। এখনও প্রত্যেকটি প্রেক্ষাগৃহেই ছবি শুরুর আগে নিয়ম করে জাতীয় সংগীত বাজানো হয়। তেমনই হয়েছিল বেঙ্গালুরুর গারুদা শপিং মলের আইনক্সে। যেখানে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ছবিটি দেখতে গিয়েছিলেন জিতিন চাঁদ নামের এক ব্যক্তি। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। মনোরঞ্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় জাতীয় সংগীতে তাঁর উঠে না দাঁড়ানোর সিদ্ধান্ত। যার জল গড়াল থানা পর্যন্ত।
পুলিশ সূত্রে খবর, জিতিনের বাড়ি সঞ্জয়নগরে। সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন তিনি। সিনেমা হলে সুরেশ কুমার নামের এক দর্শকের পাশে বসেছিলেন জিতিন। জাতীয় সংগীত শুরু হলে তাঁকে দাঁড়াতে বলেন সুরেশ। কিন্তু জিতিন রাজি হননি। তিনি বলেন, “দাঁড়ানো বাধ্যতামূলক নয়। তাই বলে আমি জাতীয় সংগীতের অসম্মান করছি না।” তাঁর এই কথাতেই মেজাজ হারিয়ে বচসায় জড়ান সুরেশ। স্বাভাবিকভাবেই হলের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। অন্যান্য দর্শক বিরক্ত হয়ে তাঁদের হলের বাইরে চলে যেতে বলেন। অভিযোগ, বচসার সময় অশালীন শব্দ প্রয়োগ করে সুরেশকে ব্যক্তিগত আক্রমণ করেন জিতিন। সেই কারণেই থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুরেশ। সেই অভিযোগের ভিত্তিতে জিতিনকে গ্রেপ্তার করে অশোকনগর থানার পুলিশ। পরে অবশ্য জামিনে মুক্তি পেয়ে যান তিনি। ছাড়া পেয়েই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন। হল কর্তৃপক্ষ এবিষয়ে যে তাঁর পাশে দাঁড়ায়নি, সেকথাও জানান জিতিন।
@ndtv @TimesNow @abpnewstv @IndiaToday
I was assaulted and harassed by thugs at an @INOXMovies theater
Heres the Reddit post.https://t.co/SW5rsgiEUL
Now the mall came out officially denying anything happened.
This is not right!
Please share and retweet#BOYCOTTINOX
— Jithin Chand (@jithknot) May 10, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.