Advertisement
Advertisement

বেঙ্গালুরুর রাস্তায় বিষাক্ত ‘তুষারপাত’!

দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও৷

Bengaluru lake showers people with chemical 'snowfall'
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 29, 2017 9:07 am
  • Updated:May 29, 2017 9:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা এখনও প্রবেশ করেনি৷ কিন্তু প্রাক-বর্ষার আশায় থাকা বাঙালির শিয়রে এখন ঘূর্ণিঝড় ‘মোরা’র আতঙ্ক৷ কিন্তু এই গরমেও বেঙ্গালুরুর রাস্তায় পেঁজা তুলোর মতো উড়ছে বরফ! হ্যাঁ, একনজরে দেখলে বরফের মতোই মনে হবে এই বিষাক্ত ফেনাগুলি দেখে৷ বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় যা অবাধে উড়ে বেড়াচ্ছে৷ কখনও গাড়ির উইন্ড স্ক্রিনে এসে আটকে যাচ্ছে, কখনও স্কুটারের চাকায়, কখনও আবার বাসের জানলায় দিয়ে ভিতরে ঢুকে যাত্রীদের নাকে-মুখে লেগে যাচ্ছে৷ দূষণের এই বিষাক্ত পরিণতির সাক্ষী থাকলেন বেঙ্গালুরুবাসী৷

 

Advertisement

বেঙ্গালুরুর রাস্তায় দূর্ষণের এই নয়া উৎপাত শুরু হয়েছে রাজ্যের ভারতুর লেক থেকে৷ লেকের দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে জলের উপরে এমন বিষাক্ত ফেনার আস্তরণ তৈরি হয়ে যায়৷ এর মধ্যেই কিছুদিন আগে বৃষ্টি হয়েছে ওই এলাকায়৷ যার ফলে ফেনার পরিমাণ প্রবলভাবে বেড়ে গিয়েছে৷ আর হাওয়ার সঙ্গে সঙ্গে তা বেঙ্গালুরুর ব্যস্ত রাস্তায় উঠে এসেছে৷

[টানা চার দিন ধরে নিখোঁজ এই উঠতি মডেল, দানা বাঁধছে রহস্য]

বেঙ্গালুরুর অন্যতম গুরুত্বপূর্ণ লেক ভারতুর৷ কিন্তু আশেপাশের রাসায়নিক কারখানা ও আবাসন গুলি থেকে নিয়মিত আবর্জনা ফেলা হয় এখানে৷ যার ফলে বেড়ে গিয়েছে লেকের দূষণের মাত্রা৷ এই বর্জ্যের চাপে লেকের কচুরিপানা পচে সৃষ্টি হয়েছে এই সাদা বিষাক্ত ফেনার৷ প্রসঙ্গত কিছুদিন আগে দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে লেকের জলে আগুনও ধরে যায়৷ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় গোটা এলাকায়৷ কিন্তু প্রশাসনের তরফে এখনও তেমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ৷ এদিকে প্রশাসনের দাবি, বারবার এলাকার মানুষদের বলা হয়েছে লেকে আবর্জনা যেন না ফেলা হয়৷ কিন্তু তাতেও কোনও ফল মেলেনি৷

 

[বরকতি, সিদ্দিকুল্লাহর পথে হেঁটে মন্ত্রী অরূপের গাড়িতেও বহাল লালবাতি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement