Advertisement
Advertisement
HD Revanna

শর্তসাপেক্ষে জামিন পেলেন দেবেগৌড়ার ছেলে এইচ ডি রেভান্না

এদিন তাঁকে জামিন দিল বেঙ্গালুরুর আদালত।

Bengaluru court grants conditional bail to HD Revanna
Published by: Biswadip Dey
  • Posted:May 13, 2024 6:57 pm
  • Updated:May 13, 2024 7:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে এইচ ডি রেভান্না। তাঁর ছেলে প্রজ্জ্বল রেভান্নার যৌন নির্যাতনের মামলায় তাঁর বিরুদ্ধে আনা অপহরণের মামলায় এদিন তাঁকে জামিন দিল বেঙ্গালুরুর আদালত।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল এইচ ডি রেভান্নাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এক মহিলাকে অপহরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৪ মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল রেভান্নাকে। কিন্তু সোমবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁকে। সেই সঙ্গে বর্ষীয়ান নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে, যে কোনও শর্তে তদন্তে সহায়তা করার। 

Advertisement

[আরও পড়ুন: নিরাপত্তা চেয়েও পাননি, গরুপাচার নিয়ে রিপোর্ট প্রকাশের পরই যোগীরাজ্যে খুন সাংবাদিক]

উল্লেখ্য, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার ছেলে এইচ ডি রেভান্না ও নাতি প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। তবে ধর্ষণ মামলায় নয়, অন্য এক অপহরণ মামলায় তাঁকে হেফাজতে নিয়েছিল বেঙ্গালুরুর (Bengaluru) কে কে আর নগর থানার পুলিশ। বাবা দেবেগৌড়ার বাড়ি থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। তবে বাবা পুলিশ হেফাজতে গেলেও দেশছাড়া প্রজ্জ্বলের এখনও কোনও খোঁজ পায়নি তদন্তকারীরা।

কদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মন্ত্রীকে। সদ্য এক অপহরণ মামলায় তাঁকে গ্রেপ্তার করেছে কর্নাটক পুলিশের বিশেষ তদন্তকারী দল। আচমকাই তিনি অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে বেঙ্গালুরুর এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পর নিয়ে যাওয়া হয় অন্য এক হাসপাতালে। পরে অবশ্য চিকিৎসার পরে তাঁকে ফেরত পাঠানো হয় সিটের অফিসে। তাঁর গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছিল বলে জানা যায়। 

[আরও পড়ুন: ‘এমন কাউকে ভোট দেবেন না, যার গায়ে দুর্নীতির দাগ’, ফের আন্নার নিশানায় কেজরি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement